আজঃ শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫

বগুড়া শাহজাহানপুরে জোড়া হত্যা মামলার আসামী পান্নু তালুকদার গ্রেফতার

বগুড়া সংবাদদাতা

বগুড়া শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডল পাড়ার ১৭টি হত্যা মামলার এজাহারনামীয় আসামী সাগর তালুকদার (৩৪), পিতা গোলাম মোস্তফা তালুকদার, গ্রাম-সাবরুল, তার সঙ্গী স্বপন প্রামাণিক (২৮), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাবরুল হাটখোলাপাড়া ও মোঃ মোক্তার (২৮), পিতা মোঃ আনসার আলী, সাবরুল কারিগরপাড়া, সর্বথানা-শাজাহানপুর, জেলা-বগুড়াগণ গত ২২ সেপ্টেম্বর মাসে আনুমানিক ৬টায় ২০ মিনিটে মোক্তারের ব্যবহৃত মোটরসাইকেল যোগে দেসমা হোদ্দপুর গ্রামস্থ সাগর তালুকদারের পত্তন নেওয়া পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য যায়। পুকুর থেকে ফেরার সময় আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শফিকুল ইসলাম মন্ডল (৪৫), পিতা-মৃত আব্দুল গফুর এর বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র পূর্ব হতে ওঁৎ পেতে থাকা আসামীগণ হাতে ধারালো চাপাতি, চাকু, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত মোটরসাইকেলের সামনে এসে পথ রোধ করে এবং তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপানো শুরু করে। এতে সাগর তালুকদারের মাথার সামনের বাম পাশে, ঘাড়ের পিছনের অংশে, হাটুর নিচে গিরার উপরে, কোমরের ডান পাশে, পিঠের উপরে উপর্যুপরি কোপ মেরে মাথার মগজ বের করে, রক্তাক্ত জখম করে এবং মৃত্যু নিশ্চিত করে।
উক্ত মোটর সাইকেলে থাকা বাকি দুইজন মোটর সাইকেল থেকে নিচে পড়ে গেলে স্বপন প্রামাণিক এর মুখে আঘাত করে থুতনি সহ দাতের মাড়ি থেতলানো, ভাঙ্গা ও গুরুতর জখম করে। রামদা দিয়ে স্বপন প্রামাণিক এর ডান পায়ের গোড়ালির উপরের অংশে কোপ মারিয়া পায়ের গোড়ালির রগ কেটে ফেলে, হাতের বাহুর পিছনে পিঠের অংশে, চাইনিজ কুড়াল দ্বারা একাধিক বার শরীরের বিভিন্ন অংশে কাটা রক্তাক্ত জখম করে এবং সকল আসামী মিলে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা স্বপন প্রামাণিক এর বিভিন্ন স্থানে কোপ মেরে কাটা গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে। মোটরসাইকেলে থাকা মোক্তার ঘটনাস্থল থেকে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায়। উল্লেখ্য যে, এখন পর্যন্ত মোঃ মোক্তার এলাকায় ফিরে আসে নি।
উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে গত ২৬ তারিখে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যার মামলা নং-১৬, তারিখ-২৬/০৯/২৪ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। হত্যাকান্ডের পর থেকেই থানা পুলিশ সহ র‌্যাব-১২, সিপিএসসি, এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে শহরের কলোনী করতোয়া এলাকা থেকে উক্ত মামলার ২নং এজাহারনামীয় শাবরুল কলাপাড়া হাটখোলা পাড়ার আসামী মোঃ পান্নু তালুকদার (৪৮) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জানান, দীর্ঘদিন থেকে হত্যাকান্ডের স্বীকার সাগর তালুকদার গ্রেফতারকৃত আসামী মোঃ পান্নু তালুকদারকে পারভেজ হত্যা মামলা থেকে নাম কর্তনসহ ৩২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। উল্লেখ্য যে, পারভেজ হত্যা মামলার ১নং সাক্ষী ছিলো আটককৃত আসামী মোঃ পান্নু তালুকদার (পারভেজের বড় ভাই)। হত্যাকান্ডের স্বীকার সাগর তালুকদার মামলা তুলে নেওয়ার জন্য এবং ৩২ লক্ষ টাকা চাঁদা না দিলে মোঃ পান্নু তালুকদারকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলো। এরই প্রেক্ষিতে নিজের জীবন বাঁচাতে, এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে প্রতিশোধ পরায়ন হয়ে এই জোড়া হত্যা কান্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় আব্দুল হাই তালুকদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল” এই প্রতিপাদ্য নেত্রকোনার পূর্বধলায় মৌদাম জাতীয়তাবাদী পরিবার আয়োজনে মরহুম আলহাজ্ব আব্দুল হাই তালুকদার স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্ণামেন্ট সিজন ১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

৮ দলের অংশগ্রহণে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শাপলা একাদশ বনাম বেলী একাদশ দুটি দল মোকাবেলা করে।
নির্ধারিত ৬০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই শেষে কোন দলেই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে মধ্যদিয়ে বেলী একাদশকে ১-০ গোলে পরাজিত করে শাপলা একাদশ চ্যাম্পিয়ন হয়।

ট্রাইবেকারে শাপল একাদশের একমাত্র গোলটি করেন নুরুল আমিন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সালাউদ্দীন আহমেদ নওয়াব, সাবেক সহ-সভাপতি আব্দুর গফুর, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, জারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক মন্ডল প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। আয়োজকদের সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই এলাকার যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।
খেলায় সঞ্চালনা করেন পূর্বধলা উপজেলা ছাত্রদল সদস্য মোঃ শাহীন আলম তালুকদার ।

রাজশাহীতে ডাকাতির সময় আটক- ২

রাজশাহী নগরীর তালাইমারী কাঁচা বাজার সংলগ্ন এনামুল হকের বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে দুইজন ডাকাত আটক হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে একদল ডাকাত বাড়িটিতে হানা দেয় এবং লুটপাটের চেষ্টা চালায়।

স্থানীয়দের টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। পরে গণধোলাই দিয়ে মো. তাহামিদ ইসলাম (২৬) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি নগরীর সাগর পাড়ার মো. তৌফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তারা হলেন উম্মে হানী শিলা,যিনি বিনোদপুরের আবু সাহাদাৎ সায়েমের স্ত্রী।এলাকাবাসীর সাহসিকতায় অপরাধীরা ধরা পড়ায় তাদের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি মো: আব্দুল মালেক বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।জড়িত অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।দুইজনকে জনগণ গণধোলাই দিয়েছে তাদেরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ