
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন হাজির নবী নেওয়াজ। তিনি কিশোরগঞ্জের-হোসেনপুর উপজেলা ৩নং গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চৌরাস্তা বাজারের প্রতিষ্ঠাতা ও গোবিন্দপুর চৌরাস্তা জামে মসজিদের সভাপতি, তাবলীগ জামাতের আমির, বিশিষ্ট সমাজ সেবক হাজী নবী নেওয়াজ (৬৫)।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।হাজী নবী নেওয়াজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার দুপুর ২:৩০ মিনিটের সময়, হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর চৌরাস্তা পান বাজারে জানাজার নামাজ শেষে, বিকাল তিনটায় ওনাকে পারিবারিক কবরস্থানে দাফন সমাধি সম্পন্ন করা হয়।দাফন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন তার বড় ছেলে ইতালি প্রবাসী সাইফুল ইসলাম (মুন্না),ও মরহুমের ভাতিজা আব্দুর রহিম খোকা।