
রাঙ্গুনীয়া উপজেলার ১২নং কোদালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদারের উদ্যোগ এবং সার্বিক ব্যবস্থাপনায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক এমপি ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত ৪১ জন মিথ্যা সাক্ষীদের বিচারের আওতায় এনে ফাঁসি, তাঁর সন্তান হুম্মাম কাদের চৌধুরীকে ৭ মাস ধরে গুম করে রাখার সাথে জড়িতদের বিচার, প্রহসনের বিচারের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রায় প্রদান এবং একইভাবে বিএনপির নেতৃবৃন্দের নির্বিচারে গুম-খুন-হত্যা নির্যাতন ও কারন্তরীনের সাথে জড়িতদের বিচার এবং জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে হত্যার সাথে জড়িতদের বিচারের দাবীতে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কোদালা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্রম মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোদালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এনাম হোসেন জীবন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক কায়েছ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহ সভাপতি আব্দুর রহিম, রাইখালী ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. রাসেল, কোদাল ইউনিয়ন ছাত্রদল নেতা মো. আসাদ, মো. সাইমন, মো. এমরান, মো. সুলতান,জাফর ।

সমাবেশে বক্তারা বলেন,
” চট্টগ্রামের গণমানুষের নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী হত্যার বিচার করতে হবে এবং উনার হত্যাকাণ্ডের সাথে জড়িত ৪১ জন মিথ্যা সাক্ষ্য প্রদানকারী ব্যক্তিবর্গদের খুব শীঘ্রই গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায় প্রদানকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, রাগুনীয়াসহ বৃহত্তর চট্টগ্রামে হরতালের মত কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে” ।












