
মীরসরাই জামায়াতের কর্মী সম্মেলনে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত।গতকাল মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্তৃপক্ষ থেকে অনুমতি সাপেক্ষ স্থানীয় এস রহমান স্কুল মাঠে পূর্ব নির্ধারিত কর্মী সমাবেশ চলছিল। প্রোগ্রাম চলাকালী সময় আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী স্থানীয় যুবদল নেতা শাহ আলম নেতৃত্বে ত্রিশ চল্লিশ জন সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থলে এসে জামায়াত নেতাদের থেকে মাইক কেড়ে নেন। উপস্থিত নেতাকর্মীর উপর হামলা চালায় সাংবাদিক আশরাফসহ জামায়াত ইসলামী ১০ জন নেতা কর্মী আহত হয়,বর্তমানে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শান্তিপূর্ণ একটি সমাবেশে নৃশংসভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর জনাব আলাউদ্দিন সিকদার ও সেক্রেটারী জনাব আব্দুল জব্বার ৩০ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ,“চট্টগ্রাম মীরসারাই ২৯ নভেম্বর বিকালে সংঘটিত সশস্ত্র হামলা হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ।নেতৃবৃন্দ বলেন, এই নির্মম হামলার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”
