
পাবনা ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি উদ্ধোধন করা হয়।সোমবার(২ডিসেম্বর)সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে এবং পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগিতায় বড়ালব্রীজ স্টেশন- ভাঙ্গুড়া স্টেশন অভিমুখি রেললাইনের উভয় পার্শ্বদিয়ে জাতীয় কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন,ভাঙ্গুড়া উপজেলা প্রশাসক, নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর সভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি)তাসমিয়া আক্তার রোজী। অন্যান্যের মধ্য উপস্থিত থেকে পরিচ্ছন্ন অভিযানে সহযোগিতা করেন ,পিএসডিওর উপদেষ্টা সিনিয়র প্রভাষক মোঃ ওমর ফারুক,পিএসডিও’র ভাঙ্গুড়া উপজেলা কমিটির সভাপতি মো: রুহুল আমিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা,পৌরসভার কার্য্যসহকারি মো.রফিকুল ইসলাম, পিএসডিও’র সদস্য রাকিবুল হাসান, রাশিদুল, জামিউর রহমান জিম, ফাহিম ইসলাম, সুমন, আরিকুল, রাব্বি, শিহাব, নাঈম সহ শতাধিক স্বেচ্ছাসেবকবৃন্দ, পরিচ্ছন্ন কর্মি ও সুধিজন উপস্থিত ছিলেন। উদ্ধোধনী দিনে দিনব্যাপী বড়ালব্রীজ স্টেশন হতে ভাঙ্গুড়া রেলস্টেশন অভিমুখে প্রায় ৫ কিঃমিঃ রেল পথের উভয় পার্শ্বে ঝোপ -ঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়েছে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
পাবনা প্রতিনিধি।
মোবাঃ ০১৭১৭৫৭২২৪৬
২ ডিসেম্বর-২০২৪ খ্রীঃ