
- ¿রাজশাহী মহানগরীতে যানজট নিরসনকল্পে যৌথসভা করেছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। সোমবার দুপুরে নগরীর শিরোইল এলাকায় সংগঠনটির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় ।সভায় বক্তারা বলেন, বৃহত্তর রাজশাহীতে শহরের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও যানবাহন চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ সময় বক্তারা যানজট সমস্যার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ গ্রুপের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের (ডিসি) নূর আলম। এছাড়াও সভায় বৃহত্তর রাজশাহীর পরিবহন গ্রুপের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।