আজঃ সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

রাজশাহীতে যানজট নিরসনে যৌথসভা

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

  1. ¿রাজশাহী মহানগরীতে যানজট নিরসনকল্পে যৌথসভা করেছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। সোমবার দুপুরে নগরীর শিরোইল এলাকায় সংগঠনটির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় ।সভায় বক্তারা বলেন, বৃহত্তর রাজশাহীতে শহরের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও যানবাহন চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ সময় বক্তারা যানজট সমস্যার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ গ্রুপের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের (ডিসি) নূর আলম। এছাড়াও সভায় বৃহত্তর রাজশাহীর পরিবহন গ্রুপের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সনদপত্রে শেখ হাসিনার স্লোগান !!!

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে মেডেল ও সনদ দেওয়া হয়েছে। সেই সনদে ‘শিক্ষা নিয়ে গড়বে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সংবলিত একটি লোগো রয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মেডেল এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর করা এ সনদ দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন আওয়ামী মদদপুষ্ট রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদ্য মো. আসাদুজ্জামান আসাদের আপন চাচাত ভাই। তার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ থাকা সত্বেও সে তার ভাই আসাদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তৎকালীন শিক্ষামন্ত্রী দিপুমনির সুপারিশে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন জানান, এটা ভুলবসত হয়েছে। আমার নজরে আসার পর আমরা আর সার্টিফিকেট দিইনি। এটা আগে থেকেই করা ছিলে।

পুলিশ একাডেমি থেকে এস, পি তানভীর গ্রেপ্তার

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমী থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ‘গতরাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন, কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা ডিবি বলতে পারবে।’

জানা গেছে, তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন কর্মকর্তা ছিলেন তিনি। কর্মজীবনে তিনি রেকর্ড ২৭ বার কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন। ২০২২ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পান।

এরপর তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়। সম্প্রতি সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের তার স্বাক্ষরেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছিল। একাডেমীর অধ্যক্ষের পক্ষে তিনি তাদের এই শোকজ করছিলেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ