
নেত্রকোনার পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির উপজেলা পরিষদ হল রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, সহ-সভাপতি নুর আহম্মদ খান রতন,পূর্বধলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য দিনকালের উপজেলা প্রতি নিধি মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ইসমাঈল হোসেন খোকন, প্রেসক্লাবের সদস্য জাকির আহমেদ খান কামাল, পূর্বধলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মো: এমদাদুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, কালবেলার উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য ডা,মোঃ শহিদুল্লাহ সংগ্রাম প্রমুখ।

এসময় পূর্বধলা প্রেসক্লাব, পূর্বধলা রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাব পূর্বধলা সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা উপজেলার পৌরসভা বাস্তবায়ন, যানজট নিরসন, ধলাই নদীর ময়লা অপসারণ, রাজধলা বিলের সীমানা নির্ধারণ, বিলের সৌন্দর্য বর্ধন, ইভটিজিংসহ বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করেন।

নব-যোগদানকৃত নির্বাহী অফিসার বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। গন্ডির মধ্যে না থেকে সার্বজনীন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির জানান, তিনি ৩৫ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি মানিকগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জন্মস্থান ঢাকা জেলায়। এসময় তিনি সাংবাদিকদের উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সমস্যাগুলির পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন।










