আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

চৌদ্দগ্রামে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান। শ্রমিক কল্যাণ ফেডারেশনের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোঃ আবু তৈয়বের সভাপতিত্বে ও পৌর সভাপতি শাহ আলমের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা দক্ষিণ সেক্রেটারি শাহাব উদ্দিন হায়দার। অনুষ্ঠানে ২০২৫-২৬ সনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কার্য-নির্বাহী কমিটি ঘোষণা করা হয়ছে। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন; সভাপতি আবু তৈয়ব, সেক্রেটারী আরিফুর রহমান। পৌরসভার সভাপতি আব্দুল কুদ্দুস ও সেক্রেটারি নুর ইসলাম চৌধুরী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে নোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরি, জরিমানা গুনল দোকানদার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে বৃহস্পতিবার নগরীর রিয়াজ উদ্দিন বাজারের তিন পুল এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান কালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন দ্রব্য তৈরি ও বিক্রি করার অপরাধে মক্কা সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রামে তরুণের আত্মহত্যা।

চট্টগ্রাম মহানগরে এক তরুণ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে পতেঙ্গার নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ওই তরুণের নাম হল মো. রিয়াদ (১৮)। সে নাজিরপাড়া বদি মাস্টার বাড়ির মো. ওসমানের পুত্র।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। বাবার বকুনি খেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

জানা যায়, বাবা বকাঝকা করায় ঘরের পাশে ফাঁসিতে ঝুলে রিয়াদ আত্মহত্যা করে।পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ