আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

নির্মাণ চলাকালেই রাজশাহীর ‘বঙ্গবন্ধু স্কয়ার’ ভবনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নগরীর তালাইমারি মোড়ের এই ভবনের নাম হবে ‘রাজশাহী আরডিএ কমপ্লেক্স’।২০১৭ সালে আরডিএ এ প্রকল্পটি গ্রহণ করেছিল। এরপর ঢিমেতালেই প্রকল্পের কাজ চলেছে। এছাড়া এ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী কামরুজ্জামান দুর্নীতির মামলায় কারাগারে গেলে কাজে আরও ধীরগতি আসে।

আওয়ামী সরকার পতনের পর ভবনের নাম পরিবর্তনের কথা ভাবছে আরডিএ। অনুমতি চেয়ে শিগগিরই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ্ বলেন, নবনির্মিত ভবনটির নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাচ্ছি। কারণ এটি আর শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হবে না। আশা করছি, মন্ত্রণালয় নতুন নামের অনুমোদন দেবে। এরপর আনুষ্ঠানিক উদ্বোধন করে আমরা ভবনটি সাংস্কৃতিক কাজে ব্যবহার করব।

২০১৭ সালে এক দশমিক ৪২ একর জমির ওপর আরডিএ ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার’ শীর্ষক প্রকল্প গ্রহণ করে, যার আনুমানিক ব্যয় ধরা হয় ৫৯ কোটি ২৮ লাখ টাকা। প্রকল্পের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর চেতনাকে সমুন্নত রাখা এবং ‘শহরের সৌন্দর্য বৃদ্ধি করা’। কাজ শুরুর পর ২০২২ সালে প্রকল্পের ব্যয় দ্বিগুণ হয়। তখন ব্যয় বেড়ে গিয়ে দাঁড়ায় ১২৫ কোটি টাকা।৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ বাতিল করে।

এরপর শুধু ৬১ কোটি টাকা ব্যয়ে ১২ হাজার ৫১৮ দশমিক ৮ বর্গমিটার জমিতে নির্মিত ভবনটি গত ছয় মাস ধরে অকেজো পড়ে আছে। এ অবস্থায় নাম পরিবর্তনের কথা ভাবছে আরডিএ।প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত আরও বলেন, ভবনটিতে একটি উন্মুক্ত মঞ্চ বা মুক্তমঞ্চ, আর্ট গ্যালারি, একটি ক্যাফেটেরিয়া এবং একটি সম্মেলন কক্ষ থাকবে। ভবনটি আরডিএ’র পক্ষ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার পরিকল্পনা আছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বর্ষায় তলিয়ে যেতে পারে চন্দনশহর, গোপালপুর

রাজশাহীর চারঘাট এলাকার চন্দনশহর, গোপালপুর বর্ষা মৌসুমে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী জানায় নদী ভাঙ্গনের ফলে নদী রক্ষা বাধ হুমকির মধ্যে পড়েছে। যদি বাধটি ভেঙ্গে যায় তাহলে এলাকাটি বিলীন হয়ে যাবে। বিগত দিনে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর দিক পরিবর্তন হয়, আর অকারণে, অসময়ে নদীর ভাঙ্গনের তীব্রতা দেখা দিয়েছে। বাধ নিয়ন্ত্রন রক্ষা না করা গেলে উপজেলার চন্দনশহর, গোপালপুরসহ নদীতীরবর্তী গ্রামগুলো বন্যার হুমকির মুখে পড়বে । দ্রুত পদক্ষেপ না নিলে এ অবস্থায় নদী তীরবর্তী এলাকার কৃষি জমিগুলো হারানোর আশংকা করছেন এলাকাবাসী।

চারঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ড সংলগ্ন গোপালপুর গ্রাম ও চন্দনশহর সংলগ্ন প্রায় ১ কিমি দীর্ঘ এ নদীতীর এর প্রায় এক’শ ফুট ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি ফাটল দেখা দেখা দিয়েছে আরও এক’শ ফুট এলাকা। ফাটলগুলো এর বড় আকাড়ে দেখা দিয়েছে যে কারনে হুমকির মুখে পড়েছে প্রায় ৩ কিমি জুড়ে কয়েক’শ বিঘা কৃষি জমি। পানি কম থাকলেও প্রতিনিয়ত ভাঙ্গন অব্যহত রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ সুষ্ক মৌসুমে পদ্মার ভাঙ্গন এভাবে হলে না জানি বর্ষা মৌসুমে কত ভয়ঙ্কর রুপ নেয় তা দেখার আগে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন চন্দনশহরের বাসিন্দা রফিকল ইসলাম।

পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন যত দ্রুত সম্ভব সরেজমিনে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মহিলা কলেজ অধ্যক্ষের বাণীতে শেখ হাসিনা

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন ৬ মাসের বেশি সময় হলো। কিন্তু রাজশাহী সরকারি মহিলা অধ্যক্ষের বাণীতে শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী হিসেবে লেখা হয়েছে। শুধু তাই নয়, তিনি নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন—এমন কথাও রয়েছে বাণীতে।

কলেজের ওয়েবসাইটে এমন বাণী ঝুলতে দেখা গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ওই কলেজের কয়েকজন শিক্ষক। তারা বলছেন, এটা ভুল নয়। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।

দৃষ্টি আকর্ষণ করলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখা একজন কর্মকর্তা জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। শুধু এটা নয় সম্প্রতি অধিদপ্তরের এমন একটি চিঠি এসেছে। সেখানে পতিত সরকারের সময়ের থাকা কর্মকর্তাদের নাম উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে। একটি কলেজের কর্মকর্তারা অধিদপ্তরের কোন কর্মকর্তা বদলি হয়েছেন, কে আছেন সেটি যদি না জানেন তাহলে কীভাবে কলেজ চালাবেন!

জানা গেছে, ২০ ফেব্রুয়ারি রাজশাহী সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন পান সারওয়ার জাহান। তিনি যোগদান করার পর কলেজের ওয়েবাসইটে একটি বাণী আপলোড করেন। সেখানে লেখা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী শিক্ষার গুরুত্ব অবধান করে বাংলাদেশের সংবিধানে নারীর সমঅধিকার বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সংবিধানের অনুচ্ছেদ ১৭, ১৯, ২৮, ২৯ সহ বিভিন্ন ধারায় নারীর শিক্ষা, চাকরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বাধ্যবাধকতা সন্নিবেশ করে নারীর সমঅধিকার নিশ্চিত করেছেন এবং এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ব্যাপকভাবে
কাজ করে যাচ্ছেন’।

বাণীতে বলা হয়, রাজশাহী সরকারি মহিলা কলেজ শিক্ষানগরী রাজশাহীর নারী শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে একটি অনন্য পথিকৃৎ প্রতিষ্ঠান হিসেবে এতদঅঞ্চলে নারী শিক্ষা বিস্তারের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে এই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের রয়েছে অসামান্য অবদান।

এই প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করে অনেক শিক্ষার্থী সমাজের বিভিন্ন স্তরে উচ্চ আসন করে নিয়েছেন। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস ও সম্মান এবং মাস্টার্স শ্রেণিতে ৮ হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

জানতে চাইলে অধ্যক্ষ সারওয়ার জাহান বলেন, এই বাণী আমিই দিইনি। কলেজের ওয়েবসাইটে কীভাবে গেল আগামীকাল কলেজের গিয়ে দেখতে হবে।

এদিকে অধ্যক্ষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার কিছুক্ষণ পর থেকে ওয়েবসাইটে ওই বাণী আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ