
ময়মনসিংহের-নান্দাইল উপজেলায় জাহাঙ্গীরপুর ইউনিয়নে-দক্ষিণ কড়ইকান্দি সুলতান সরকার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ শে জানুয়ারি সকাল ১০ ঘটিকা হইতে মাগরিব পর্যন্ত, মাওলানা আব্দুল আউয়াল সাহেবের সভাপতিত্বে: দক্ষিণ কড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি সাঈদ আহমাদ (কলরব) ঢাকা, সম্মানিত মেহমান, মাওলানা বোরহান উদ্দিন আকন্দ মুহতামিম মাদ্রাসা যিন-নূরাইন রাযি, মাওলানা ইয়াকুব আলী কাসেমী মোহতামিম জামিয়া রহিমিয়া কাশেমুল কলম মাদ্রাসা।
ওয়াজ ও দোয়া মাহফিলে দ্বীনি বয়ানে ছিলেন, মাওলানা সাইফুল ইসলাম আলমগীর খতিব গৃদান কেন্দ্রীয় জামে মসজিদ কিশোরগঞ্জ, মুফতি নাসির উদ্দিন মারকাজুল কুরআন ওয়াস-সুন্নাহ জাহাঙ্গীরপুর, মাওলানা সাব্বির আহামাদ ইমাম ও খতিব অত্র মসজিদ।

মাহফিল পরিচালনায় ছিলেন, মুফতি জাকির হোসাইন বিন আব্দুল কাদির, হোসাইনিয়া আসয়াদুল উলুম মাদ্রাসা উত্তরা ঢাকা।
উল্লেখ্যে: ধর্মীয় ওয়াজ ও দোয়া মাহফিল বয়ান, অত্র এলাকায় দিনের বেলায় কোথায় কোন ওয়াজ মাহফিল হয় নাই। ওয়াজ ও দোয়া মাহফিল সাধারণত রাতের বেলাই হয়ে থাকে তবে হঠাৎ দিনের বেলায় ওয়াজ ও দোয়া মাহফিল হওয়ায় এ এলাকা সহ প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান মুসল্লি গণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করিয়া মাহফিল সাফল্যমন্ডিত করে তুলেছেন এমনটাই জানিয়েছেন মাহফিলে আসা মুসল্লীগণ।
সৌজন্য ও প্রচারে: মোহাম্মদ আরমান হোসাইন, সজিব হাসান জয়, জাকির হোসাইন, সাগর আহাম্মাদ মকুল, তানভীর আহমেদ সরকার সহ এলাকাবাসী প্রবাসী ও যুবসমাজ।