
নেত্রকোণা জেলায় সুনামধন্য ক্রিয়েশান স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে ০৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০ ঘটিকার সময় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্রিয়েশান স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোঃ মাহাবুব উল্লাহ ও পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক শাহানা আক্তার হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আশরাফ উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জজ কোর্টের জিপি এডভোকেট মাহফুজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, জেলা যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি খান, আঞ্জুমান মফিদুল ইসলাম এর কোষাধ্যক্ষ মোঃ অলি উল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব ছোটন আহম্মেদ, সাবেক ছাত্র নেতা শওখত জাহিদ খান সজিব, সাবেক সাবেক ছাত্র নেতা মোঃ আরিফুল ইসলাম,তানভীর আহম্মেদ, মাহফুজুর রহমান রনিসহ শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী ছাত্র,ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা।
