আজঃ সোমবার ২৩ জুন, ২০২৫

কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে চট্টগ্রামে উদ্যোক্তা কর্মশালা

চট্টগ্রাম ব্যুরো:

জেলা কৃষি বিপণন কার্যালয়ের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি উদ্যোক্তা বাছাইয়ের নিমিত্তে অংশীজনদের সাথে উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার ডিএএম অংগ) শীর্ষক প্রকল্পের চট্টগ্রাম জেলার কৃষি পণ্য উৎপাদন ও বিপণনকারী অর্ধশতাধিক উদ্যোক্তাদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব মোঃ মাসুদ করিম।

অতিরিক্ত জেলা প্রশাসক একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন সংস্থার চট্টগ্রামের উপপরিচালক মোঃ সিরাজ উদ্দিন হেসেন, বিএডিসির উপপরিচালক মোঃ নাইমুল আরিফ, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক খোন্দকার জাকির হোসেনসহ প্রমূখ।

কর্মশালায় বক্তারা বলেন, সরকার উদ্যোক্তাদের কৃষি ব্যবসায়ে উৎসাহিত করতে পার্টনার – ডিএএম প্রকল্প থেকে ৭০ শতাংশ পর্যন্ত যন্ত্রপাতি ও আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছে। এর ফলে শস্য উৎপাদন, গ্রেডিং, সর্টিং,প্যাকেজিং কার্যক্রম বৃদ্ধি, কৃষি পণ্যের রপ্তানিমুখী বাজার সৃষ্টি হবে। কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় করে পার্টনার ফার্মার্স মার্কেটিং হাব তৈরি করেছে যাতে উভয়ে পণ্য বিপণন ও সংরক্ষণ সহজ হবে।

অংশগ্রহণকারী উদ্যােক্তারা জৈব সার, মৎস্য, গরু- ছাগল, মুরগী, ফল, সবজি, মাশরুম দুগ্ধ পণ্যসহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন ও বিপণন করে থাকেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মারহত্যা ।

চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়ায ইনজামুল হক বাবু (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ (২০ জুন) শুক্রবার সকাল ১০ টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ৬ নং পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শেখ আহমদ আলীর বাড়ির নুরুল হকের ছেলে। বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খাইরুল ইসলাম বলেন, গতকাল (১৯;জুন)

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ কক্ষে বাবু নামের এক যুবক ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন,পরিবারিক সূত্রে জানতে পারলাম প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে সে আত্মহত্যা করেছে, তবে তা এখনো নিশ্চিত না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীতে বাথরুমে করোনা রোগীর মৃত্যু।

রাজশাহীতে বাথরুমে পরে করোনা রোগীর মৃত্যু ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমে পড়ে করোনা আক্রান্ত মনসুর রহমান (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রামেক হাসপাতালে এঘটনা ঘটে। মৃত মনসুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম জানান, মনসুর রহমান অসুস্থ হয়ে গত ৯ জুন হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়েলে তাকে ১৬ জুন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিলো। তার শ্বাসকষ্ট ছিলো।

তিনি আরো জানান, ১৯ জুন সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে বাথরুমে যান।এ সময় তিনি ভেতর থেকে বাথরুমে দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পরই তিনি বাথরুমে পড়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে দরজা ভেঙ্গে বাথরুমে মনসুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শ্বাসকষ্টে মারা যেতে পারেন ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ