আজঃ রবিবার ২০ এপ্রিল, ২০২৫

বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জিএমপির পুলিশ কমিশনার ।

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

মাওলানা সাদ পন্থীদের আয়োজনে বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান পুলিশী নিরাপত্তা ব্যবস্থা এবং ইজতেমা সংশ্লিষ্ট সার্বিক বিষয়াদি সম্পর্কে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে অবহিত করেন । তিনি বিশ্ব ইজতেমা ২০২৫ এর সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ।

তিনি আরো জানান নিরাপত্তা বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে, ইজতেমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । প্রেস ব্রিফিং শেষে তিনি ইজতেমায় আগত লাখো মুসল্লিদের সাথে জুম্মার নামায আদায় করেন, নামাজশেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ পুলিশ কমিশনার বৃন্দ এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন।

হাত পরা অবস্থায় আসামী পলায়ন করেছে রাজশাহীর আদালত চত্ত্বর থেকে। রাজশাহীতে আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এ হাজিরা শেষে পালিয়ে যান তিনি।

পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে মাদক মামলার আসামি আরিফকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামি আরিফ পালিয়ে যান।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলে, ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শহীদুল্লাহ্ ইমরান-এর মতবিনিময়।

নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে এ.এস.এম শহীদুল্লাহ্ ইমরান-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা রেলষ্টেশন প্লাটফর্ম চত্বরে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্ব ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ার হোসাইন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য এবং ১৬১ নেত্রকোনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ এস এম শহিদুল্লাহ্ ইমরান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আমির উদ্দিন, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সাবেক ঘাগড়া ইউপি চেয়ারম্যান আহমদ আলী সরকার এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, মুক্তিযোদ্ধা সন্তান, কৃষিবিদ রুবায়েদ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান শেখ সায়েম প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাঁদের জীবনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ