
চট্টগ্রাম মহানগরীতে ফলের ক্যারেটের গুদাম ও আশপাশের বসতঘরে আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর পোর্ট কানেক্টিং সড়কে হালিশহর ওয়ার্ডের মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। চারটি স্টেশন থেকে দ্রুততার সঙ্গে ছয়টি ইউনিট নিয়ে ফায়ার কর্মীরা আগুন নেভানোর জন্য যায়।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়েছে, পটকাবাজি থেকে একটি ভবনে ফলের ক্যারেটের (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) গুদামে প্রথমে আগুন লাগে। এরপর আগুন আশপাশের কয়েকটি বসতঘরেও ছড়িয়ে পড়েছে। ভবনটির ২ তলা থেকে ৫ তলা পর্যন্ত একাংশে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।