
নেত্রকোনা মদন উপজেলায় মদন পৌর সদরে আল মদিনা মার্কেট কবি লেখক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত আড্ডায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন লেখক কবি প্রাবন্ধিক বাবু রাখাল বিশ্বাস। এ সময় সাহিত্য আড্ডাটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক। এতে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক আজহারুল ইসলাম হিরু সাহিত্য নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চারণকবি লেখক মুকলেছ উদ্দিন,মহানবীর উপর মহাকাব্য রচয়িতা এমএ লতিফ তালুকদার,লেখক,কবি তালুকদার সারোয়ার
আরেফিন,কবি ও সাংবাদিক মোশারফ হোসেন প্রমুখ। প্রায় ৩ ঘন্টা কবি সাহিত্যিকের আড্ডায় আমাদের লোকসাহিত্য ও সংস্কৃতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এ ধারা অব্যাহত রাখতে পাক্ষিক সাহিত্য সভা করা যায় কি না তা নিয়েও আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সাহিত্য আড্ডার মধ্যমণি বাবু রাখাল বিশ্বাস বলেন,সাহিত্য সংস্কৃতি চর্চা বর্তমান প্রজন্মসহ সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হোক তিনি এই প্রত্যাশা করেন।
