
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ৩ মার্চ বোয়ালখালী উপজেলায় কধুরখীল মারজিন বিহার মিলনায়তনে চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি রূবেল বড়ুয়ার সভাপতিত্বে উক্ত সভায় আশির্বাদক ছিলেন কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ ভিক্ষু। মঙ্গলাচরণ পাঠ করেন ভদন্ত পরমানন্দ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার
অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার, চট্টগ্রাম মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক শওকত আজম খাজা, কারা পরিদর্শক মো: জাফর, উপজেলা বিএনপির আহবায়ক শওকত আলম, ৮নং শ্রীপুর—খরনদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী, বিএনপির নেতা নুরুল করিম নুরু, বিএনপি নেতা আবুল হাসেম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া বিজয়, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের আহ্বায়ক সমীরন বড়ুয়া টিটু, নবনির্বাচিত কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শীলপ্রিয় থের, অধ্যক্ষ মৈত্রী প্রিয় ভিক্ষু, অধ্যক্ষ প্রজ্ঞারশ্মি ভিক্ষু। প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্য্যক্রম চট্টগ্রামের ফিল্ড সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন এনটন বড়ুয়াসহ

বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধিবৃন্দ। পরে প্রধান অতিথি বোয়ালখালীর ২৩ টি বৌদ্ধ বিহারে চেক বিতরণ করেন। এসময় এরশাদ উল্লাহ বলেন, সমাজ—রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সঠিকভাবে ধর্মীয় অনুশীলন মেনে চলতে হবে। নশ্চেৎ কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।