আজঃ বুধবার ২৬ মার্চ, ২০২৫

যমুনা অয়েল লেবার ইউনিয়নের নির্বাচন সম্পন্ন আবুল-এয়াকুব পরিষদের নিরঙ্কুশ জয়

চট্টগ্রাম ব্যুরো:

: জ্বালানি তেল বিপণনের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড লেবার ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে পুনরায় জয়লাভ করেন আবুল হোসেন। তিনি ভোট পান ২৩০টি। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত দৌল্লাহ পান মাত্র ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ এয়াকুব পান ২৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরশেদ হোসেন পান মাত্র ৫ ভোট। শুধুমাত্র দুটি পদে প্রার্থী দিতে সক্ষম হয় প্রতিদ্বন্দ্বী পরিষদ। সেই দুটি পদেও হেরে যায় তারা।

এর আগে ১৯টি পদের মধ্যে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদের ১৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। তারা হলেন— কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, জামশেদ হোসেন ও খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মান্নান, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সহ দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল জব্বার, আইন ও দরকষাকষি সম্পাদক আবদুল আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সুজন মাহমুদ, কার্যকরী সদস্য জসিম উদ্দিন ও মো. ফোরকান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না- চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। একটি শোষণ, বঞ্চনাহীন, মানবিক সাম্যের উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এ দেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো।’

মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত মাজার প্রাঙ্গনে ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ চট্টগ্রাম মহানগরের উদ্দ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র।  

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, ‘ ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালোরাত্রীতে নির্মম হত্যাযজ্ঞে সংক্ষুব্ধ হযে  চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করেছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তির স্বপ্ন দেখিয়েছেন। ‘

ডাঃ শাহাদাত হোসেন বলেন, শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণায় দিশেহারা জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয় মন্ত্র। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। হাজার বছরের সংগ্রাম মুখর এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। যাদের জীবন মরণ লড়াইয়ে ৯ মাসে আমরা বিজয় লাভ করেছি সেইসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। ‘

শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শাহজাদা আহসান উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহ আমানত (রাঃ) আওলাদে পাক, নগর বিএনপির সাবেক উপদেষ্টা  আলহাজ শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লাহ খান, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান,শাহজাদা হাবিব উল্লাহ খান মারুফ, নগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, বিএনপি নেতা সৈয়দ আবুল বশর।

পরে ২৫ শে মার্চের কালরাত্রি ও মহাান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে  দোয়া মোনাজাত করা হয়।

চট্টগ্রামে ভেজাল ঘি তৈরির দায়ে জরিমানা গুনল মতিন কোম্পানি।

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পাম ওয়েল ও ক্যামিকেল দিয়ে ভেজাল ঘি তৈরির দায়ে মতিন এন্ড কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসূফ হাসান ও বিএসটিআই।

জানা যায়, আতুরার ডিপো এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল ঘি তৈরি করছিল মতিন এন্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। সকালে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসূফ হাসান ও বিএসটিআই। এসময় পাম ওয়েল ও ক্যামিকেল দিয়ে ভেজাল ঘি তৈরির দায়ে মতিন এন্ড কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ