আজঃ শুক্রবার ১১ জুলাই, ২০২৫

নেত্রকোনায় স্কাউট পরীক্ষার্থীর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

।নেত্রকোনায় প্রেসিডেন্ট স্কাউট পরীক্ষা (২০২৪) দিতে গিয়ে পূর্বধলা জগৎমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা বর্বোচিত হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

এ ঘটনায় ৭ শিক্ষার্থী আহত হয়, এর মধ্যে ৩ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও হামলার শিকার হয়েছে ৩ মেয়ে শিক্ষার্থীও। হামলার ঘটনায় গতকাল রাতে আহত শিক্ষার্থীদের হয়ে শিক্ষকরা বাদী হয়ে মামলা করেছেন বলে জানা গেছে।

রবিবার (৯মার্চ) সকাল ১১ ঘটিকায় পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি বের হয়ে পূর্বধলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শ্যামগঞ্জ বিরিশিরি মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। এসময় বিক্ষোভ মিছিলে স্কুলের বর্তমান ও সাবেক প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত হোন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবুসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সমর্থন জানান।

পরে পূর্বধলা থানার নবাগত ওসি নুরুল আমিন গিয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও অবরোধ কারীরা সরে যেতে রাজি হয়নি। অবশেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামীকাল সকাল ১০ ঘটিকার মধ্যে দোষীদের গ্রেফতারের আশ্বাসে পেলে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করে।

জানা যায়, উপজেলার শ্যামগঞ্জের জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩জন স্কাউট অংশ নেয়। লিখিত পরীক্ষা শেষে দুপুরে কেন্দ্রের পাশ্ববর্তী সোয়াই নদীতে সাঁতার মূল্যায়ন শেষে বিদ্যালয়ে ফেরার পথে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

বিক্ষোভ মিছিলে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, ‘ We Want Justice, তুমি কে আমি জেএম জেএম, সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, কুমুদগঞ্জের সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাওসহ বিভিন্ন স্লোগান দেন।

স্কুলের সাবেক শিক্ষার্থী‘ আমিন ইসলাম বলেন, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের উপর তারা ইলেকট্রিক শক, কারেন্টের তার এবং ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় বাংলাদেশ স্কাউটস এর ইতিহাস একটি নিন্দনীয় ঘটনা। উক্ত ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রশাসনের আশ্বাসে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি। এর মধ্যে দোষীদের বিচারের সম্মুখীন না করতে পারলে আরও কঠোর আন্দোলন যেতে বাধ্য হবো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাণীশংকৈলে গ্রাম্য পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্দোগে গ্রাম্য পুলিশদের মাঝে বাইসাইকেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ১১জুলাই দুপুরে উপজেলা হলরুমের সামনে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ৭৫ জন গ্রাম্য পুলিশদের মাঝেবাইসাইকেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন।তিনি বলেন, রাণীশংকৈল উপজেলায় মোট ৮০জন গ্রাম্য পুলিশ আছে। ৫জন নতুন যোগদান করেছেন। তারা পরে বাইসাইকেল পাবে। বাইসাইকেলের সাথে পোশাক, কোমরের বেল, এবং একটি করে ব্যাগ দেওয়া হয়।

গ্রাম্য পুলিশদের যেহেতু রাত্রে পাহাড়া দিতে হয় এর জন্য একটি করে উন্নত টচ লাইট প্রত্যেককে দিবেন বলে নির্বাহী অফিসার জানান।

রাউজানের উরকিরচর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কমিটি গঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা শাখার রাউজান থানাস্থ ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে প্রীতিশোক বড়ুয়াকে আহবায়কে এবং অশোক বড়ুয়াকে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।আবুরখীল কেন্দ্রীয় বিহারে প্রীতিশোক বড়ুয়ার সভাপতিত্বে এবং অশোক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোরামের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিসহ তার অংগসংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে মামলা হামলা এমনকি গুম করে নির্যাতনে স্ট্রীম রোলার চালিয়েছে। রাতে ঘরে থাকতে দেয়া হয়নি। কিন্তু তার পাপের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ জনগণরাস্তায় নেমে আসে। সাধারণ জনগণের প্রতিফলন ঘটে গণ অভ্যুর্থানের মধ্যদিয়ে। আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত এক নতুন বাংলাদেশ। দেশের প্রতিটি জেলায় গঠন করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম। যারা আজ এ নতুন কমিটিতে সদস্য হয়েছেন তাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।
অনুষ্ঠানে নতুন সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে উঠে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ