আজঃ শনিবার ১৫ মার্চ, ২০২৫

বোয়ালখালীতে তোহফার ব্যতিক্রমী পথচারীদের ইফতার।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে রমজান মাস এলেই একদল তরুণের মনে জাগে এক অনন্য মানবিক চিন্তা সাধারণ পথচারী রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ। তোহফা ফর ম্যানকাইন্ড বোয়ালখালী শাখার সদস্যরা টানা চার বছর ধরে এ মহতী উদ্যোগ পরিচালনা করে আসছে।

প্রতিদিন ইফতারের সময় হলে তোহফার টি-শার্ট পরা কিছু তরুণকে দেখা যায় পূর্বকালুরঘাট টোল অফিস সংলগ্ন স্থানে। তাদের হাতে থাকে খেজুর, পানি ও প্রতিদিন বিভিন্ন রকমের নাস্তা, যা তারা অপেক্ষমাণ রোজাদারদের মাঝে বিতরণ করেন। প্রতিদিন প্রায় ৩ শত থেকে প্রায় সাড়ে ৩শত মানুষের উপরে ইফতার তুলে দেন তারা, যা পুরো রমজান মাসে এক লাখ টাকারও বেশি ব্যয়ে পরিচালিত হয়।

তোহফার সদস্য মো.মিনহাজ জানান,২০২২ সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ প্রতিবাদে মুখর ছিল, তখন তোহফা এক ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়—রাস্তায় নেমে রোজাদার পথচারীদের ইফতার করানোর মধ্য দিয়ে মানবসেবার বার্তা ছড়িয়ে দেয়। তোহফার সদস্য মো. মামুন জুয়েল বলেন, তাদের ইফতার বিতরণের অর্থসংস্থানও এক অনন্য দৃষ্টান্ত। কোনো ধরনের চাঁদাবাজি বা বাহ্যিক তহবিলের ওপর নির্ভর না করে, তারা নিজেরাই ১০, ২০,৫০,১০০ টাকা করে জমিয়ে ইফতার সামগ্রী সংগ্রহ করে। এ উদ্যোগ দেখে এলাকার কিছু প্রবাসীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

তবে তারা কারও কাছ থেকে অর্থ দাবি করেন না শুধুমাত্র কেউ খুশি হয়ে দিলে তা গ্রহণ করেন। তোহফার সদস্য ফরহাদ জানান, রমজানের সময় অনেক পথচারী রাস্তায় চলাচল করেন, কিন্তু হঠাৎ কোনো দোকান না পেলে বা যানজটে আটকে পড়লে তাদের ইফতার করা সম্ভব হয় না। বিশেষ করে কালুরঘাট ব্রিজ পার হতে সময় লেগে যায়, ফলে অনেকেই নির্দিষ্ট সময়ে ইফতার করতে পারেন না। এই সমস্যার কথা ভেবেই তারা পথচারীদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নগরীর মুরাদপুর মোড়ে ইফতার সামগ্রী বিতরণ করেন মুহাম্মদ শাহেদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগীয়) ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আজ ১৫ মার্চ শনিবার পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে মুরাদপুর মোড় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় মুহাম্মদ শাহেদ বলেন, পলাতক খুনী হাসিনার প্রেতাত্মারা এদেশে অরাজকতা বিশৃঙ্খলা করার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফা অনুযায়ী আগামীর বৈষম্যহীন বাংলাদেশ হবে আমাদের সবার। ফ্যাসিস্ট হাসিনার গত ১৭ বছরের শাসনামল ছিল লুটপাটের মহোৎসব। দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারণ জনগণ আজ দিশেহারা। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের দেশবিরোধী ষড়যন্ত্র ও আওয়ামী ফ্যাসিবাদী চক্রান্ত সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবার মৌলিক চাহিদা পূরণে গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে যেতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে যেতে হলে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রিদোয়ান হোসেন জনি, শহিদুল ইসলাম মাসুম, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মোঃ জাবেদ হোসেন থানা যুবদলের সাবেক সদস্য নাসির উদ্দিন,আমজাদ হোসেন, মাঈন উদ্দিন মামুন, কোরবান আলী রহিম, মোঃ হাসান তোফা, এনামুল ইসলাম এনাম, ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দের মধ্যে যথাক্রমে, সোলায়মান হোসেন মনা, মাসুদ আলম, জাবেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, তোফাজ্জল হোসেন, সত্যজিৎ বড়ুয়া রুপু, মোঃ সুমন, জসিম উদ্দিন তালুকদার, রাসেল আহমদ, মোহাম্মদ জাহেদ, সানি আহমেদ, মোহাম্মদ জুবায়ের প্রমুখ।

চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও প্রবাসী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির আহবান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম।

শুক্রবার বিকেলে আমির হোসেন আইডিয়াল হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল জব্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা খান, বর্তমান সদস্য সচিব আবদুর রহমান রোমেল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য জাফর ভূঁইয়া, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আবুল হোসেন মজুমদার,

ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শহীদ উল্যাহ খোকন, আবদুল মমিন মজুমদার, ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজান খাঁন, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আবদুর রহিম মজুমদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান চৌধুরী সুমন, জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, উপজেলা যুবদল নেতা আবুল কালাম ভূঁইয়া, উপজেলা ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী, রকিবুল হাসান বিপ্লব, আবদুর রহিম চৌধুরী, সাইফুল ইসলাম রাসেদ।

ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস ও জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি নেতা বাবুল মিয়ার যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সহসভাপতি কাজী মোঃ গোলাম সারওয়ার, সহসাধারণ সম্পাদক মোঃ আলী খোকন, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি নেতা সাহাব উদ্দিন, ফকির আহমেদ ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুর রহমান সবুজ, ইউনিয়ন মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক বেলাল ফরায়েজী, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন ফরায়েজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন মোল্লা, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুবুর রহমান চৌধুরী পারভেজ, ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক

আলমগীর হোসেন, ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সোলেমান বাবু, ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মজুমদার, প্রবাসী নেতা মনির হোসেন, উপজেলা শহীদ স্মৃতি সংসদ নেতা কাজী সিরাজুল ইসলামসহ ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও প্রবাসী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ