আজঃ রবিবার ১৬ মার্চ, ২০২৫

সম্মিলিত উদ্যোগে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রেতা সুরক্ষার বেসরকারী উদ্যোগ ভলান্টারি মুভমেন্ট ‘কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’ চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা শনিবার বিকেল ৪টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘টেকসই জীবনধারায় একটি ন্যায়সঙ্গত রূপান্তর’।

সেলফ এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান আ হ ম কামরুজ্জামানের সভাপতিত্বে ও সংগঠক নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশ্ব ভোক্তা অধিকার দিবসের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাব অর্ন্তবর্তী কমিটির সদস্য সচিব ও ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক জাহিদুল করিম কচি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন সিআরবি’র মহাসচিব কে.জি.এম সবুজ।

অন্যান্যের মধ্যে সিআরবিসহ বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সদস্য মাহবুব রানা, মাহফুজুর রহমান, মাওলানা তৌহিদুল হক চৌধুরী, লায়ন মোঃ ইউসুফ, লায়ন মোঃ কামাল উদ্দিন, ফরহাদ উদ্দিন সোহাগ, এম.এ হালিম, এস.এম কামরুল ইসলাম, নেছার আহমদ খান, সাজ্জাদুল হক চৌধুরী, তাহেরা শারমীন, মেজবাহ উদ্দিন, প্রবাসী তানভীর কাজী খান, সৈয়দ মোস্তফা আলম মাসুম, এবিএম ইমরান সিকদার, মোঃ জসিম উদ্দিন, রোটারিয়ান আবছার উদ্দিন, শিক্ষার্থী জান্নাতুল মারূফা প্রমূখ। আলোচনা

সভার পূর্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ক্রেতা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বিকাল ৩টায় কাজীর দেউরী কাঁচা বাজার প্রাঙ্গণ থেকে বাদ্য-বাজনা সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি চট্টগ্রাম সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি “পরিবহণ ও ঘর ভাড়া নির্ধারণে নতুন নীতিমালা প্রণয়নের দাবী” শিরোনামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস স্মারকগ্রন্থ প্রকাশ করেছে।

আলোচনা সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা ও উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স কার্যক্রমসহ মোবাইল কোট অভিযান অব্যাহত রয়েছে। রমজানে ৪’শটি মোবাইল কোর্ট পরিচালনার ঘোষনাও দিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। টাস্কফোর্স অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন বাজারে চারটি করে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হচ্ছে।

শুধু জেল-জরিমানা করে অসাধু সিন্ডিকেট রোধ করা সম্ভব নয়, পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে হলে সম্মিলিত উদ্যোগে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। এজন্য ভোক্তা-ক্রেতাসহ সংশ্লিষ্টদের সচেতন হতে হবে।
আলোচনা সভায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ভোগে সুখ নেই, ত্যাগেই সুখ। ভেজাল খাবার খেয়ে মানুষ বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত হচ্ছে। ভোক্তাকে ঠকিয়ে ব্যবসা করলে পরিনাম ভালো হয়না। আমাদেরকে সচেতন হতে হবে, সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভেজাল খাবারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সভায় চট্টগ্রাম প্রেস ক্লাব অর্ন্তবর্তী কমিটির সদস্য সচিব ও ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক জাহিদুল করিম কচি বলেন, বিগত সাড়ে ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুঃশাসনের কবলে ছিল দেশ। তাদের আমলে প্রতি বছর রমজানে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ছিল বেপরোয়া। আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে। নৈরাজ্য ও হতাশা কেটে যাচ্ছে। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।

অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ওজনে কারচুপি রোধে আমাদেরকে সচেতন থাকতে হবে। পাশাপাশি ‘কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র মতো ক্রেতা সুরক্ষা আন্দোলন আরও জোরদার করতে সাধারণ ভোক্তা ও ক্রেতা সাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় টোল আদায়ে বাধাঁ প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের বাংলা বাজারে ইজারাদারকে টোল আদায়ে বাধাঁ এবং চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বাজার বুঝিয়ে দেওয়ার দাবী জানান বাংলাবাজারের ইজারাদার ও এলাকাবাসী।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে (১৩)ই মার্চ বৃহস্পতিবার বিকেলে এ সংবাদ সম্মেলন করেন সদ্য ইজারা পাওয়া সিংহের বাংলা বাজারের ইজারাদার মোঃ ফুল মিয়াসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি সকল বিধি মোতাবেক উপজেলা পরিষদ কর্তৃক ইজারা চুক্তি দলিল সম্পাদন হয়।
কিন্তু সিংহের বাংলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কিছু বিএনপি নেতাকর্মী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইজারাদার ফুল মিয়ার কাছে চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে বাজারে উঠতে দিবেনা বলে উল্টো মারধরের হুমকি দেয়। বর্তমান এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

রাজশাহী নিউ মার্কেটে পণ্য কিনে পুরষ্কার জিতে নিন

রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতুর ও নববর্ষ উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। মাত্র ৫০০ টাকার পন্য ক্রয় নিয়ে জিতে নিতে পারেন প্রথম পুরস্কার সুজুকি জিকসার মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার দুই পাল্লার ফ্রিজ। তৃতীয় পুরস্কার সোনার চেন। এছাড়াও রয়েছে মোট ১০১ টি পুরস্কার আগামী ১৮ই এপ্রিল রাফেল ড্র অনুষ্ঠিত হবে। ঐ দিনই বিজয়ী কুপন নাম্বারের পুরস্কার দেওয়া হবে। অনেক পরে এরকম একটি আয়োজন করতে পেরে রাজশাহী নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি অত্যন্ত আনন্দিত।

সকল ক্রেতা সাধারনকে রাজশাহী নিউমার্কেটে ঈদুল ফিতর এবং নববর্ষের আনন্দ কে ভাগাভাগি করে নিতে উনাদের এই আয়োজন করেছেন। আগামীতে ক্রেতা সাধারণের জন্য আরও বড় আকারে এই ধরনের ব্যতিক্রম ধরণের উপহারের ব্যবস্থা করা হবে। এই ক্যম্পেইন চলাকালীন সময়ে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতি, সকলের সহযোগিতা কামনা করেছেন

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ