আজঃ শুক্রবার ১৮ এপ্রিল, ২০২৫

গুণীজন সংবর্ধনা সম্পন্ন।

বলাই আচায্য বলাই

মানবকল্যাণমুখী জ্যোতিষশাস্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে প্রতিটি জ্যোতিষীর সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত ২৬ মার্চ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক হলে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ. আর. আচার্য্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল করিম কচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট ড. নুরুল ইসলাম বখতেয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি বাবু স্বপন মল্লিক, মৎস্যবিজ্ঞানী বাবু নীলরতন দাশগুপ্ত, ও চট্টগ্রাম জ্যোতিষশাস্ত্র গবেষণা সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মিন্টু কুমার আচার্য্য। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক বিশিষ্ট জ্যোতিষী কার্তিক কুমার আচার্য্য ও বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার গুরুত্বপূর্ণ কর্মকর্তা বিশিষ্ট জ্যোতিষী লিটন আচার্য্য। যারা জ্যোতিষ শাস্ত্রকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অপরিসীম গবেষণার মাধ্যমে প্রাচ্য ও মনোবিজ্ঞান বিষয়ে ভারতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন, তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মানসূচক মানপত্র প্রদান করা হয়। চট্টগ্রাম ও বাংলাদেশের সমগ্র জ্যোতিষীদের উদ্দেশ্যে তারা বলেন, বর্তমান সময়ে জ্যোতিষ শাস্ত্র বিষয়ে সকল জ্যোতিষীদেরকে গবেষণায় এগিয়ে আসতে হবে এবং নতুন গবেষণালব্ধ আবিষ্কারকে সমগ্র দেশের জনগণের কল্যাণে প্রয়োগ করতে হবে। এভাবে দেশ ও বিদেশের বিভিন্ন জ্যোতিষীদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। উল্লেখিত দুইজন সংবর্ধিত অতিথি বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন একটি সুন্দর গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে তাদেরকে সংবর্ধিত করার জন্য। প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, এই মানবকল্যাণমুখী জ্যোতিষশাস্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে প্রতিটি জ্যোতিষীর সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সাধারণ মানুষের মঙ্গলের জন্য অবদান রাখতে হবে। তাহলে এই ধরনের গুণীজন সংবর্ধনার প্রশংসা সাদরে মানুষ গ্রহণ করবে। পরিশেষে চট্টগ্রাম বিভাগীয় কমিটির বর্তমান সভাপতি অধ্যক্ষ এ আর আচার্য্য শারীরিক অসুস্থতার কারণে সংগঠন পরিচালনায় অক্ষম হওয়ার বিষয়ে উল্লেখ করে কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট ড. নুরুল ইসলাম বখতেয়ার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে চট্টগ্রামের কমিটিতে লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাইকে দায়িত্ব অর্পণ করেছেন। এই কৃতজ্ঞতার জন্য সাবেক সভাপতি অধ্যক্ষ এ. আর. আচার্য্য ফুলের তোড়া দিয়ে ভারপ্রাপ্ত সভাপতিকে অভিনন্দন জানান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে প্রকৃত জ্যোতিষীগণ সমবেত হয়েছিলেন।

তন্মধ্যে জ্যোতিষশাস্ত্রে তত্ত্ব বিষয়ে বক্তব্য প্রদান করেন পন্ডিত সলিল আচার্য্য, স্বপন চক্রবর্তী, লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, টিবলু আচার্য্য, সৈকত আচার্য্য রাসেল, পিপলু আচার্য্য পূজন, লায়ন পন্ডিত অপু চক্রবর্ত্তী, বিশিষ্ট শিক্ষাবিদ চিন্ময় সিংহ, অরুপ আচার্য্য, দিবাকর আচার্য্য, লায়ন বিপুল সরকার বিপ্লব, সৈয়দ আতিকুর রহমান, তপন নয়ন আচার্য্য প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাজীপুরের পূবাইলে ১২৪কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গাজীপুর মহানগরীর পূবাইল থানা সংলগ্ন এলাকায় বুধবার র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে-সুমেরখোলা গ্রামের কালিয়া থানার নড়াইল জেলার মৃত মোঃ আঃ মজিদ এর ছেলে মোঃ সোহাগ শেখ (৩৯), নগগ্রামের কালিয়া থানার নড়াইল জেলার -মোঃ মিজানুর বিশ্বাস এর ছেলে মোঃ আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১) ও -মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২০)

এসময় তাদের ব্যবহৃত বালু ভর্তি ট্রাক তল্লাশী করে ১২৪ কেজি গাঁজাসহ ৩টি মোবাইল ফোন, ৪টি সিমর্কাড এবং নগদ ৩ হাজার ৮ শত টাকা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাকি দিয়ে দেশের সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে গাঁজা ক্রয় করে নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনার পূর্বধলায় ভারতীয় মদসহ তরুণী আটক।

ভারতীয় মদের বোতলসহ এক তরুণীকে আটক করেছে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ফারজানা খাতুন ঝুমা (২১)। তিনি নেত্রকোনা দুর্গাপুর উপজেলার কেরনখলা গ্রামের রজব আলী মেয়ে। জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ১৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল ইসলাম জানান, পাঁচ বোতল আইস ব্র্যান্ডের ও দুই বোতল অন্য ব্র্যান্ডের মদসহ সাত বোতল ভারতীয় মদসহ তরুণীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এরআগে গত বুধবার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পূর্বধলার জারিয়া ইউনিয়নের গোজাখালী কান্দা বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী ওই তরুণীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার উপ-পরিদর্শক (এসআই) মনিতোষ ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাজাহান কবিরসহ সঙ্গীয় পুলিশ সদস্যসহ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গোজাখালী কান্দা বাজারে চেক পোস্ট স্থাপন এবং সন্দেহজনক একটি যাত্রীবাহী অ্টো রিকশা (সিএনজি) থামানো হয়। তল্লাশীকালে পাঁচ বোতল আইস ব্র্যান্ডসহ সাত বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মাদক সাথে থাকার দায়ে ফারজানা খাতুন ঝুমা নামে এক মাদক ব্যবসায়ী তরুণীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

পূর্বধলা থানার ওসি জানান, মাদক ব্যবসায়ী ফারজানা খাতুন ঝুমা দীর্ঘদিন ধরে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক সংগ্রহ এবং এসব মাদক দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে সরবরাহ ও কেনাবেচার সাথে সংশ্লিষ্টতা রয়েছে। এরই মধ্যে গ্রেফতারকৃত তরুণীকে মাদক মামলায় জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।জিরো টলারেন্স নীতির আলো’কে মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানার ওসি মোহাম্মদ নূরুল ইসলাম।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ