
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় গণপরিবহনের সংকটে পড়েছেন ঘরমুখো মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (২৯ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এমনি চিত্র চোখে পড়ে।
জানা গেছে, কালিয়াকৈরে প্রায় তিন শতাধিক শিল্প কারখানা রয়েছে। এসব শিল্প কারখানা ছুটি ঘোষণায় শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে গাজীপুর ছাড়ছেন মানুষ। মহাসড়কে যানজট না থাকলেও গণপরিবহন থেমে থেমে চলছে।

এদিকে, সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় মানুষের উপচেপড়া ভিড়। রয়েছে গণপরিবহনের সংকট। তবে যাত্রীদের অভিযোগ রয়েছে, বেশি ভাড়া নেওয়ার ফলে জীবনের ঝুঁকি নিয়ে কম টাকায় মোটরসাইকেল, ট্রাক, পিকআপ যুগে বাড়ি যাচ্ছেন তারা। এদিকে সকালে মহাসড়কে যানজট নিরাশনে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।
নাওজোড় থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, যানজট নিরশনে মহাসড়কে পুলিশ সদস্যরা কাজ করছেন। কোনো যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
