
চট্টগ্রামে চারুলতা বিদ্যাপীঠের ১৮০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। নাসিরাবাদ তুলাতলী এলাকায় এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস. এম. অনীক চৌধুরী, মো. মেজবাহ উদ্দীন, চারুলতার উপদেষ্টা ওমর ফারুক সুমন ও মিজানুল করিম রাহাত।
উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, সাবান ও শ্যাম্পু।

চারুলতার সদস্য লাবিবা ইসলাম সালসাবিলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার এস এম অভীক চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডাক্তার ইমদাদ হোসাইন রুমন, চারুলতার সভাপতি ঈসমাইল চৌধুরী, সাধারণ সম্পাদক রাজু দে, সদস্য রাজীব মালাকার প্রমুখ।
এসময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, ব্যক্তি উদ্যোগে বিনাস্বার্থে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চারুলতা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি শুনে একটি দেখতে এসেছি। এই বিদ্যালয়টি ভালোবাসা দিয়ে গড়ে উঠা বিদ্যালয়। এখানকার পরিচলানা কমিটির লোকজন তাদের আয়ের উৎস থেকে এই বিদ্যালয়টি ২০১২ সাল থেকে পরিচলানা করছে শুনে আমি খুবই আনন্দিত হয়েছি। সরকারের একার পক্ষে অনেক কিছু করা সম্ভব না। এভাবে তরুনরা এগিয়ে আসলে দেশে আরও এগিয়ে যাবে।

চারুলতার সভাপতি মো. ইসমাঈল চৌধুরী বলেন, এই স্কুলের শিক্ষার্থীদের পরিবার খুবই দরিদ্র। তাদের পক্ষে সন্তানদের ঈদে নতুন কাপড় কিনে দেওয়ার সামর্থ নেই। এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে এমন আয়োজন।