
: ইউসাম’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী, নবীন বরণ ও সংবর্ধনা মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে প্রতিবছরের মতো এবারও ঈদের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানের সূচনা হয়। এতে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়া মিরসরাইয়ের ৯৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া “মায়ের ভাষায় মাকে চিঠি” প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিগত কার্যকরী কমিটিকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে ও মাকসুদুল আলম ফাহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও ইউসামের নবীন-প্রবীণ সদস্যরা। অতিথি ছিলেন ঢাবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম স্যার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান শওকত স্যার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জাহিদ ইকবাল, টেকনাফের সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলওয়ার হোসেন, রাজনীতিবিদ শাহিদুল ইসলাম চৌধুরী, ডেপুটি এটর্নি জেনারেল এড.সাইফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজনীতিবিদ নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফসার, সাবেক ট্যাক্স কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, চবি’র রসায়ন বিভাগের ড. কামরুল ইসলাম, মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, রাজনীতিবিদ গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি দিদারুল আলম মিয়াজী, ইউসামের প্রতিষ্ঠা কালীন সদস্য ও

রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজার (মার্কেট অপারেশন) আলতাফ হোসেন রাজু, রেসিডেন্ট মেডিকেল অফিসার ও ইউসামের সাবেক সভাপতি ডা. সাকিরুল ইসলাম, ইউনিটেক্স স্টোর অফিসার ও ইউসাম ডিসিপ্লিনারি বোর্ডের সদস্য কাউসার হামিদ, চউক’র সহকারী অথোরাইজড অফিসার প্রকৌশলী মুহম্মদ হামিদুল হক, ঢাকাস্থ মিরসরাই ফোরামের সাধারণ সম্পাদক আইয়ুব খান, সংগঠনের সাবেক সভাপতি মেসবাহুস সালেহীন রায়হান, সাবেক সাধারণ সম্পাদক শরিফুল হাসান তুহিন প্রমূখ।
বক্তারা বলেন, ইউসাম প্রমাণ করল কঠিনতম চ্যালেঞ্জ ও পরিশ্রম, একাগ্রতা ও সংহতির শক্তিতে জয় করা সম্ভব। এ আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি এক নবজাগরণ, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে এক সেতুবন্ধন এবং এক অবিস্মরণীয় অধ্যায়! অনুষ্ঠান শেষে লাকি কুপন ড্র এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
