আজঃ শনিবার ২৬ এপ্রিল, ২০২৫

রাতের আধারে ফসলী জমিতে পুকুর কাটা হচ্ছে।

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলায় রাতের আধারে ফসলের জমি পুকুর কাটা হচ্ছে। ফসলী জমিতে পুকুর কাটা আইনগত ভাবে নিষিদ্ধ। কোন প্রকার আইনের তোয়াক্কা না করে, রাতের আধারে ফসলের জমিতে পুকুর কাটা হচ্ছে। এতে তিন ফসল যে জমিতে উৎপাদন হবো, সেটা নষ্ট করা হচ্ছে। ফলে খাদ্য সামগ্রী সংকট দেখা দিতে পারে। বিষয় করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, এসব পুকুর কাটা হচ্ছে।

পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের দক্ষিণপাড়া মাঠে একই সঙ্গে পাশাপাশি তিনটি পুকুর খনন চলছে। এর ফলে প্রায় ৪০ বিঘা আবাদি জমির ফসল ও সবজি নষ্ট হয়েছে। এসব পুকুর খননের আগে জমিতে পেঁয়াজ, ভুট্টা, ধান, কাঁচামরিচ ও বিভিন্ন ধরনের সবজির আবাদ ছিল। এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই পুকুর কাটা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। যে কোন সময় বড় ধরনের মারামারি হবার সম্ভাবনা রয়েছে। এসিল্যন্ড অফিসে ৩০০ কন কৃষক, ফসলি জমিতে পুকুর না কাটার জন্য আবেদন করবে । সেজন্য স্বাক্ষর সংগ্রহ চলছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ককটেল, পেট্রোল বোমা উদ্ধার করেছে ৫৯ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার  শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে ৯৯ টি ককটেল ও কাচের বোতল দিয়ে তৈরি করা ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ৫৯ বিজিবি’র অধীনস্ত চকপাড়া বিওপির দায়িকপূর্ন এলাকার অজ্ঞাত স্থান দিয়ে অবৈধ বিস্ফোরক দ্রব্যাদি সীমান্ত এলাকা ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী শহর অভিমূষে পরিবহন হওয়ার সম্ভাবনা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটেলিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএস, সিজিওএস এর দিকনির্দেশনায় চকপাড়া বিওপির বিজিবি সদসারা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রম ও কৈল তৎপরতা বৃদ্ধি করে। সেই প্রেক্ষাপটে চকপাড়া বিওপি’র নায়েক মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃয়ে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৬ হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ককটেল ও পেট্রোল  বোমা উদ্ধার করেন। 

রাত ৮ টার সময় ৫৯ বিজিবি’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এ সব তথ্যা জানান তিনি বলেন, বিজিবি মহাপরিচালক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জাতীয় দ্রব্যাদি প্রতিরোধে সকল ব্যাটালিয়ন অধিনায়কগণকে সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন। মহাপরিচালকের সেই নির্দেশনা অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়নের দায়িকপূর্ণ এলাকার সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যরা অত্যন্ত তৎপরতা ও বিচক্ষণতার সাথে চোরাচালান প্রতিরোধকল্পে দায়িত্ব পালন করে আসছে। আটককৃত বিস্ফোরক বিষয়ে জিডি করতঃ শিবগঞ্জ থানায় জমা করা হবে বলে জানান তিনি।

রাজশাহীতে হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন।

হাত পরা অবস্থায় আসামী পলায়ন করেছে রাজশাহীর আদালত চত্ত্বর থেকে। রাজশাহীতে আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এ হাজিরা শেষে পালিয়ে যান তিনি।

পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে মাদক মামলার আসামি আরিফকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামি আরিফ পালিয়ে যান।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলে, ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ