আজঃ রবিবার ২২ জুন, ২০২৫

চট্টগ্রামে আবির সানি নামে এক ছাত্রলীগ নেতা আটক।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে বাকলিয়া থানা এলাকা থেকে মোঃ আবির সানি (২৪) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এনেতাকে শোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। জানা যায় বাকলিয়া থানার ১৯ নং ওয়ার্ড় ইছাকেরপুল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল করতে গেলে বাকলিয়া থানার বিএনপি ও ছাত্রজনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।গ্রেফতারকৃত মোঃ আবির সানির বাড়ি কুমিল্লা, বর্তমানে বাকলিয়া ইছাকেরপুল নিরমল গলির আলম ম্যানসন’র বাসিন্দা। সে মৃত নাছিরের পুত্র।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, মোঃ আবির সানি নামে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির নেতাকর্মী এবং জনগণ আটক করে বাকলিয়া থানার টহল পুলিশের নিকট তাকে হস্তান্তর করেন বলে জানান ওসি।

উল্লেখ্য, মোঃ আবির সানি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল এর অনুসারী। এলাকাবাসী বলেন, চাঁদবাজী, বৈষম্য বিরোধী আন্দোলনে ১৯ নং ওয়ার্ড় কাউন্সিলর নুরু আলম মিয়ার নেতৃত্বে লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায় এবং অসংখ্য ছাত্রজনতাকে মারধরসহ বিভিন্ন অপকর্মের হোতা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার পশ্চিম খাতুরিয়া গ্রামের নুরুল আলমের ছেলে আবুল কাশেম ওরফে জামাই কাশেম, কক্সবাজারের চকরিয়া পৌরসভার ফুলতলা গ্রামের মৃত জেবল হোসেনের ছেলে ছাদেকুর রহমান, চকরিয়া বাজারপাড়া গ্রামের মো. মাসুকের ছেলে মো. কামাল এবং পূর্ব বড় ভেওলা সিকদারপাড়ার মৃত আলমগীরের ছেলে কেফায়েত হোসেন। গ্রেফতার আবুল কাশেমের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা ও নারী-শিশু নির্যাতনসহ অন্তত ১১টি মামলা রয়েছে। অপর ৩ আসামির বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন একটি গাড়ি থামানো হলে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ, ১টি রামদা, ১টি স্প্রিং চাকু ও ২টি ধারালো চাকু, ১টি লোহার কাঁচি, ২টি শাবল, ৪টি মোবাইল ও ১টি পোর্টেবল হার্ডডিস্ক, নগদ ১৬ হাজার টাকা ও ৮২৪ টাকার খুচরা কয়েন এবং ডাকাতিতে ব্যবহৃত সিঙ্গেল কেবিন পিকআপ জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চট্টগ্রামের পটিয়া থানার ফকিরপাড়া এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সেখানে ডাকাতি করে লুণ্ঠিত অর্থ ও মালামাল কক্সবাজারের চকরিয়ায় নিয়ে যাচ্ছিল।

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চবির কর্মচারীকে সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলনের অভিযোগে অভিযুক্ত এই কর্মচারী হলেন শ্রাবণ সরকার। তিনি আলাওল হলের অফিস পিয়ন। হলটির প্রভোস্ট অধ্যাপক এনামুল হকের অভিযোগের ভিত্তিকে তাকে বরখাস্ত করে প্রশাসন।

একই ঘটনায় আলাওল হলের আরও দুই কর্মচারী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জানা গেছে, প্রভোস্ট এনামুল হকের স্বাক্ষর জালিয়াতি করে ২৫ হাজার টাকা উত্তোলন করে আলাওল হলের কর্মচারী শ্রাবণ। পরে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ম্যাসেজ যায় প্রভোস্টের কাছে।

এতে প্রভোস্ট নিশ্চিত হন, অন্য কেউ তার স্বাক্ষর জালিয়াতি করে টাকা তুলেছেন। পরে তিনি প্রশাসনকে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় শ্রাবণকে সাময়িক বরখাস্ত ও হলটির আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেনকে শোকজ করে প্রশাসন। তবে বিষয়টি জানাজানির পর ওই টাকা জমা দিয়ে দেন শ্রাবণ।

চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্রাবণ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ