আজঃ রবিবার ২২ জুন, ২০২৫

চামড়ার দরপতনে ম্লান ঈদের বাজার, হতাশ মৌসুমি ব্যবসায়ীরা।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) —সফিকুল ইসলাম, শিল্পী:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মডেল স্কুলসংলগ্ন পাকা সড়কে ঈদুল আজহার শুভসংকেত হিসেবে গড়ে ওঠা অস্থায়ী চামড়ার বাজারে পরিণত হয়েছে হতাশা ও হামালের আবাসে। খাসির চামড়া চাইতে না পেয়ে অনেক ব্যবসায়ী তা বিক্রি না করে আবার বাসায় নিয়ে ফিরছেন, কেউ কেউ কথা দিচ্ছেন—“ফেলে দেব গর্ত করে।”

স্থানীয় মৌসুমি ব্যবসায়ীদের বরাতে জানা গেছে, খাসির চামড়ার মূল্য দাঁড়িয়েছে মাত্র ১০ টাকা। গরুর চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩০০–৬০০ টাকা দরে; আবার ছোট গরু চামড়া ১০০ টাকায়, ছাগলের চামড়া ৩০ টাকায়ও বিক্রি করতে বাধ্য হয়েছেন। অথচ সরকারের নির্ধারিত খাসির চামড়ার মোলামোটা গত কয়েক বছর ধরে প্রতি বর্গফুট ২২–২৭ টাকা, গরু চামড়া ১১৫০ টাকা, বকরির চামড়া ২০–২২ টাকা রয়েছে। কেন্দ্রীয় বাজারের সঙ্গে মিল পায়নি রাণীশংকৈলের মূল্যমান।

বাজারে ক্রেতার অভাব বুঝিয়ে দিয়েছেন প্রবীণ রফিকুল ইসলাম:
“আগে কোরবানির পর এই চামড়া দিয়েই দুই-তিন দিনের খরচ উঠতো, এখন কেউ নিতে চায় না।”

মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ করেন, চামড়ার বাজার নিয়ন্ত্রণ করছে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট; স্থানীয় সংরক্ষণ ব্যবস্থা নেই; কেন্দ্রীয় বাজারে চাহিদার অভাবেরও প্রভাব পড়েছে। এই নিম্নমূল্যে চামড়া বিক্রি করে বিনিময়ে যেটুকু সাধারণ মানুষ পেয়েছেন, তাও হাতছাড়া হয়ে যাচ্ছে—সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলো।

চামড়ার অস্বাভাবিক দরপতন ঈদের আনন্দকেই ভাসিয়ে দিয়েছে হতাশার স্রোতে; মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, “ঈদে হাসি আনবে বলে বসেছিলাম, এখন দেখি মুখেই হাসি নেই।” স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার।

নেত্রকোনার বিএনপি দলীয় জেলা কার্যালয় ভাংচুর ও নাশকতা মামলায় সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে আটক করেছে পুলিশ।

তাকে আদালতে প্রেরণের কথা জানিয়েছে পুলিশ। এরআগে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উত্তর সাতপাই এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে দ্বায়িত্বরত ছিলেন। বর্তমানে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাসেল তা অমান্য করে রাজনৈতিক কার্যক্রম দেদারসে চালিয়ে আসছিল। তাছাড়া ২০ জুন (শুক্রবার) সকালে আওয়ামীলীগের মিছিলে সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল সরাসরি জড়িত ছিল বলেও জানায় পুলিশ।

এব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি কার্যালয় ভাংচুর ও নাশকতার ঘটনায় পরবর্তীতে দায়ের করা মামলায় আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। বাকি আসামিদের গ্রেফতার প্রক্রিয়া দিন আছে।

করোনা সংক্রমণ মোকাবেলায় যোগব্যায়াম গুরুত্বপূর্ণ : মেয়র ডা. শাহাদাত হোসেন

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার বিকেলে চিটাগং ক্লাবে এক অনুষ্ঠানে মেয়র একথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘যোগব্যায়াম একটি প্রাচীন ভারতীয় ঐতিহ্য, যা শরীর ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এটি শুধু একটি ব্যায়াম নয়, বরং মানব ও প্রকৃতির মধ্যে ঐক্য, আত্মসচেতনতা এবং সার্বজনীন মানবিক চেতনার অনুশীলন। আধুনিক জীবনের দুশ্চিন্তা, উদ্বেগ ও বিচ্ছিন্নতার মধ্যে যোগব্যায়াম আমাদের ভারসাম্য ও অন্তঃশান্তির পথ দেখায়।’

করোনা পরবর্তী বিশ্ব বাস্তবতায় সুস্থ শরীর গড়ার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন,‘করোনা ভাইরাস আমাদের শিখিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মানসিক প্রশান্তি কতটা জরুরি। এ জায়গায় যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত যোগচর্চা মানুষকে ভেতর থেকে সুস্থ রাখে এবং সংকট মোকাবিলায় আত্মবিশ্বাস জোগায়।’যোগব্যায়ামে অংশ নেন নারীরাও।

চট্টগ্রাম শহরে যোগচর্চার প্রসার সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের নগরবাসীর মধ্যে যোগব্যায়ামের আগ্রহ ক্রমেই বাড়ছে। আমি বিশ্বাস করি, স্কুল, কমিউনিটি সেন্টার এবং কর্মক্ষেত্রগুলোতে নিয়মিত যোগচর্চা অন্তর্ভুক্ত করা হলে নাগরিকদের স্বাস্থ্য ও মনোবল অনেক উন্নত হবে।’অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বক্তব্য দেন।ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে এ আয়োজনে সহযোগিতা দিয়েছে চিটাগাং ক্লাব, ফোরএইচ গ্রুপ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন। এতে বিভিন্ন বয়সী যোগচর্চাকারী, শিক্ষার্থী, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ