
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ। গ্রেফতার মো. সুমন (১৯) কুমিল্লা জেলার মুরাদনগর তানার করিমপুর এলাকার মো. জামালের ছেলে। বর্তমানে বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় বসবাস করে সে। গত রোববার রাত ৯টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শাহ আমানত ব্রিজ এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে মো. আসিফ (২৬)আরও এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে থানায় থাকা হত্যা মামলার বিষয়। পরে সুমন আরও জানায়, গত ২৫ জুলাই বাকলিয়ার ৫ নম্বর ব্রিজের পশ্চিম পাশে মাদক ব্যবসায় আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে মো. মহিউদ্দীন নামে এক ব্যক্তিকে তারা গুলি করে হত্যা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। থানায় যোগাযোগ করে মামলা সম্পর্কে নিশ্চিত হয় ডিবির সদস্যরা। পরে তাকে নিয়ে তক্তারপুল এলাকার একটি কলোনির পিছনে খালের দেয়ালের সাথে ইটের স্তূপে রাখা হত্যা মামলায় ব্যবহৃত একটি বিদেশি পিসতুল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।












