

চট্টগ্রাম সার্কিট হাউজে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর বিপ্লবী সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম । তার বক্তব্য আজ সমাবেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে । তিনি তার বক্তব্যে প্রশাসনের মাঝে ঘাপটি মেরে লুকিয়ে থাকা আওয়ামী কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের তওবা পড়াতে বলেন অথবা তাদের প্রশাসন হতে বের করে দেবার অনুরোধ জানান ।


তিনি আরও বলেন জুলাই পরিবারের জন্য চট্টগ্রামের প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে । তার বক্তব্যে পিনপতন নীরবতা নেমে আসে মঞ্চে ও সমাবেশে তার অসাধারণ বাগ্মীতায় বিমোহিত হয় সমস্ত অডিয়েন্স । অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার , পুলিশ কমিশনার এনএসআই,ডিজিএফ আই ,র্যাব,আনসার, সিভিল সার্জন , জেলার জেলা প্রশাসক সহ সমস্ত ম্যাজিস্ট্রেট গণ ও জামায়াত বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট পারভেজ তালুকদার ।অনুষ্ঠান সকাল ১০ টা হতে ১ টা পর্যন্ত চলবে । চট্টগ্রাম সার্কিট হাউজ ময়দান , ৩৬ শে জুলাই তথা ৫ আগস্ট ২০২৫।












