এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকার দিয়ে গার্মেন্টকর্মীকে হাত-পা বেঁধে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
কালিয়াকৈর-বলিয়াদী আঞ্চলিক সড়কের গোসাত্রা এলাকায় তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। আটকরা হলেন আলাউদ্দিন (৩৫) ও আবু তাহের তুষার (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকের উপজেলার চন্দ্রা শ্যামলী কাউন্টারের সামনে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার সময় শাহীন নামে এক গার্মেন্টকর্মী অবস্থান করছিলেন। তিনি সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশে অপেক্ষারত ছিলেন। ওই সময় একটি সিলভার রঙের প্রাইভেট কার থেকে একজন নেমে এসে শাহিনকে জিজ্ঞেস করেন, কোথায় যাবেন। সিরাজগঞ্জ যাওয়ার কথা বললে ছিনতাইকারী দল তাকে ৩০০ টাকা ভাড়ার বিনিময়ে গাড়িতে ওঠায়। পরবর্তীতে তাকে হাত-পা বেঁধে মারধর করে নগদ ১৮ হাজার টাকা ও রকেট থেকে ৪০ হাজার টাকা এবং একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে তারা তাকে বলিয়াদি গোসাত্রা এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।
পরবর্তীতে তার ডাক-চিৎকারে স্থানীয়দের সহায়তায় অদূরে থাকা টহল পুলিশের মাধ্যমে প্রাইভেট কারসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা এবং তাদের ছিনতাই কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ক্যাবল লাঠি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা করা হয়েছে। তাদের দুই জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।










