
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব ২০২৫ উপলক্ষে জামালপুরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শহর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় ও অনুদান প্রদান করা হয়।
২১ সেপ্টেম্বর রোববার দুপুরে স্থানীয় পাচঁরাস্তা সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো মিলনায়তনে জামালপুর পৌরসভা ও সদর উপজেলার ৫৪ টি পূজা মন্ডপে অর্থ অনুদান প্রদান করা হয়।এ মতবিনিময় ও অনুদান প্রদানের আয়োজন করেনজামালপুর শহর ও সদর উপজেলা বিএনপি।

শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী’র সভাপতিত্বে মতবিনিময় ও অনুদান প্রদানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনাায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ চপল,
জামালপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম রানু, বিএনপি নেতা দিলীপ কুমার দে সহ আরো অনেকেই।
এসময় শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বাবুল, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা মৎসজীবী দলের সভাপতি মোঃ আব্দুল হালিম সহ বিভিন্ন পূজা মন্ডপে কমিটির সদস্যবৃন্দ ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













