
পাবনা প্রতিনিধিঃ“সাহিত্য সংস্কৃতির চর্চা করি, আলোকিত দেশ গড়ি।” এই স্লোগানকে ধারণ করে মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে এক মনোজ্ঞ আলোচনা সভা,সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করে কৃষ্ণচূড়া যুব সংঘ ও পাবনা উদ্যোক্তা কমিটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও নদী গবেষক ড. মনসুর আলম। তিনি অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখার পাশাপাশি নিজের স্বরচিত কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, কলামিস্ট ও সাংবাদিক শফিক আল কামাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক ও পরিষদের সহ-সভাপতি নাছিমা খন্দকার।
শুভেচ্ছা বক্তব্য দেন ও সুরেলা কণ্ঠে গান পরিবেশন করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে ছালমা কোহিনূর, কবিতা আবৃত্তি করেন শিমুলচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস হীরা।

শিশু ও তরুণ শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখরিত হয় মুক্তমঞ্চ কবিতা আবৃত্তি করে শিশু শিক্ষার্থী শামস শাহরিয়ার, লালনগীতি পরিবেশন করে শিক্ষার্থী স্নেহাশিষ বিশ্বাস, আধুনিক গান পরিবেশন করে দীপ্রতা জাহান, যৌথ আধুনিক নৃত্য পরিবেশন করে পিয়া সরকার ও পায়েল সরকার এবং বিন বাজিয়ে দর্শকদের মুগ্ধ করে তুষ্টি সরকার। তাদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দ, শিল্প আর সংস্কৃতির মিলনমেলা। কবিতার সুর, নৃত্যের ছন্দ ও গানের মেলবন্ধনে “মুক্তদৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ” যেন নতুন করে সাহিত্য ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে থাকবে আলোকিত মানবতার পথে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহানারা খাতুন, শামীমা আক্তার, তামান্না আক্তার, সুরাইয়া আক্তার মিম, পিংকি বিশ্বাস, মিজানুর রহমান, জাকারিয়া হোসেন, জাকিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস রিতা ও দিশা বিশ্বাস সহ বহু সাহিত্য প্রেমী,শিক্ষক-শিক্ষার্থী ও দর্শক স্রোতা।













