
চট্টগ্রামের হাটহাজারীতে নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ তানভীরকে (১৬) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আলিপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সামীর বিন সাইফ (১৬), ও মো. রবিউল ইসলাম (১৬)।
এর আগে মঙ্গলবার দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন পৌর কার্যালয়ের সামনে তানভীর সহপাঠীদের ছুরিকাঘাতে নিহত হন। তিনি পশ্চিম দেওয়ান নগরের আব্দুল বারেকের ছেলে এবং একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানায়, দুপুরে একই বিদ্যালয়ের ছাত্র শিহাবসহ ৭-৮ জন মিলে তানভীরের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে তানভীরকে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরে রাত ১১টা ৩০ মিনিটের দিকে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই শিক্ষার্থী সামীর বিন সাইফ, ও মো. রবিউল ইসলামকে আটক করে।











