
গাইবান্ধার সাঘাটা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে ১৩ নভেম্বর ‘লকডাউন’ পালনের ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণার প্রেক্ষিতে প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। সকাল থেকেই উপজেলা সদর, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, সড়ক-মহাসড়ক ও জনবহুল এলাকায় পুলিশ ও সেনা টহল দল সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও মাঠপর্যায়ে অবস্থান শক্ত করেছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনোভাবেই নাশকতা বা সন্ত্রাসী কার্যকলাপ ঘটতে দেওয়া হবে না। পুলিশ সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছে।”
অন্যদিকে, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল বলেন,
জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সকল বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”

এদিকে, বৃহস্পতিবার বিকেলে বিএনপি ও জামায়াতের নেতৃত্বে পৃথকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এ পর্যন্ত কোনো সহিংসতা বা নাশকতার ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, পুরো সাঘাটা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।










