এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করেছে বিজিবি। তিনি একই ইউনিয়নের ডিগ্রিচর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন আতারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২ এস থেকে প্রায় ১৫০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে চিলমারী বিওপির নায়ক সুবেদার সজল কুমারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আরিফকে আটক করে বিজিবির সদস্যরা।

এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে অস্ত্র আইনের মামলাসহ দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।










