এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউককে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতার ডিউক বন্দর থানাধীন দক্ষিণ হালিশহর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বন্দর থানাধীন বরখানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আ.এম. মোজাফ্ফর হোসেন বলেন, গত ১ মার্চ সল্টগোলা ক্রসিং এলাকায় মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডিউক ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে স্কুলের প্রধান শিক্ষকের রুমেই মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বন্দর থানায় ২০ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর থানাধীন বরখানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আইনুল আলমকে গ্রেফতার করা হয়। তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।











