আজঃ শনিবার ২০ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের পতেঙ্গায় সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার-১

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই কারবারী হলেন মো. নাছির। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পতেঙ্গার ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর.এম মোজাফ্ফর হোসেন জানান, বৃহস্পতিবার সাকলে ধুমপাড়া এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ নাছির নামে একজনকে হেগ্রফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে জানান তিনি।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

লক্ষিপুরে পেট্রোল ঢেলে বিএনপি নেতার ঘরে আগুনে প্রাণ গেলো শিশুর,অগ্নিদগ্ধ আরও দুইজন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বেলাল হোসেন নামে বিএনপি নেতার মেয়ে আয়েশা আক্তার (৭) প্রাণ হারিয়েছে। এসময় বেলালসহ তার আরও দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার দগ্ধ হন। বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামে ৯ শতাধিক রোভার স্কাউটস সদস্যের মিলনমেলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট। আগামী ২০-২৪ ডিসেম্বর রোভার মুটে চট্টগ্রাম ও আশপাশের জেলার ৯ শতাধিক রোভার স্কাউটস সদস্য, শতাধিক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ প্রায় সহস্রাধিক মানুষের মিলনমেলা বসবে। এবার মুটের থিম নির্ধারণ করা হয়েছে- ‘দক্ষতার দীক্ষা নিয়ে, রোভার চলে নির্ভয়ে। বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিংয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুট চিফ প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জসিম উদ্দিন, বোরহান উদ্দিন, ওমর ফারুক, নইম উদ্দিন হাসান, সাংবাদিক আরিচ আহমদ শাহ, মোরশেদ তালুকদার প্রমুখ।

প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী জানান, রোভার মুট মূলত রোভার স্কাউটদের মিলন মেলা। এ মিলন মেলায় কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার রোভার স্কাউটস ও গার্ল-ইন রোভার সদস্যরা একে অপরের সাথে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করবে। রোভার স্কাউটরা প্রকৃতির সান্নিধ্যে থেকে নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করবে। এটি তারুণ্যের শক্তি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের এক বিশাল মিলনমেলা।

তিনি বলেন, স্কাউটিংয়ের মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর ও যুবাদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিভিত্তিক এবং সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। স্কাউট কার্যক্রমের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হাতে কলমে শেখা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা জীবন-দক্ষতা-ভিত্তিক কার্যক্রম আনন্দ চিত্তে শেখার সুযোগ পায়। শিশু, কিশোর ও যুব বয়সী ছেলে মেয়েদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম হিসেবে স্কাউটিং বিশ্বব্যাপি সর্বজন স্বীকৃত একটি শিক্ষামূলক আন্দোলন।

আজকের তরুণ প্রজন্ম প্রযুক্তি নির্ভর জীবনে অভ্যন্ত কিন্তু বাস্তব জীবন যাপনের জন্য প্রয়োজন মানসিক দৃঢ়তা, সহনশীলতা ও মানবিক সংযোগ, যা কেবল ভার্চুয়াল জগত দিয়ে অর্জন সম্ভব নয়। রোভার মুটে অবস্থানকালে তরুণ-তরুণীরা বিরূপ পরিবেশ ও সীমিত সম্পদের মধ্যেও টিকে থাকার কৌশল আয়ত্ত করে, দলগত সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা অর্জন করবে এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ওঠে বৃহত্তর কল্যাণে কাজ করার মানসিকতা অর্জন করে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, রোভার মুটে সকল কার্যক্রম সাব-ক্যাম্প ভিত্তিক অনুষ্ঠিত হবে। চারটি সাব-ক্যাম্পে নিম্নোক্ত ১৫ টি টার্গেটের মাধ্যমে মুট প্রোগ্রামকে সাজানো হয়েছে। সেগুলো হচ্ছে – সানরাইজ স্ট্রাইডসক্যাম্প, ক্রাফট অ্যান্ড কেয়ার, ইয়ুথ ভয়েস, এ্যাক্সপ্লোরার্স ট্রেইল, ফান ফেস্ট, সার্ভাইভার স্কিল সামিট, ক্যারিয়ার কম্পাস, ডিজাস্টার অ্যান্ড রেসকিউ, স্পিরিচুয়াল নাইট, ফ্লেমস অফ ফেস্টিভিটি, নবান্ন উৎসব, তথ্য চিত্রে গণঅভ্যুত্থান, ইনোভেটর্স অ্যারিনা, স্ট্রং স্টেপস ও হিউম্যানিটি মার্চ। থাকবে কাওয়ালি, পুঁথিপাঠ, কবিগান ও গণ-জাগরণী সন্ধ্যা, উডব্যাজ রি-ইউনিয়ন ও লিডার্স নাইট, টপ অ্যাচিভার্স (পিআরএস, পিএস, শাপলা কাব), সিনিয়র রোভার মেট, প্রাক্তন রোভার রি-ইউনিয়ন ও ভলান্টিয়ার্স নাইট।

আলোচিত খবর

আরব আমিরাতে ভিসা সংকটে বড় হুমকির মুখে বাংলাদেশি শ্রমবাজার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের  অন্যতম বৃহৎ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশি কর্মীরা। নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। কূটনৈতিক প্রচেষ্টা চালালেও কবে ভিসা উন্মুক্ত হবে— সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারছে না বাংলাদেশ মিশন। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আমিরাত সরকারের সিদ্ধান্তের ওপর।

ভিসা জটিলতা শ্রমবাজারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রভাব পড়ছে প্রবাসীদের কর্মসংস্থান, আয়-রোজগার এবং দেশের রেমিট্যান্স প্রবাহে। বিভিন্ন সময়ে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাস, লিঙ্গ পরিবর্তন, সনদ জালিয়াতিসহ নানা অভিযোগ ওঠায় ভিসা নীতিতে কড়াকড়ি করেছে আমিরাত সরকার। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা।

এদিকে দুবাইয়ে স্কিল ভিসা চালু থাকলেও সেখানেও কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন সনদ ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না। সনদকে শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন, পরে দূতাবাস বা কনস্যুলেটের যাচাই এবং শেষে আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হচ্ছে। দীর্ঘ ও জটিল এ প্রক্রিয়ায় হতাশ কর্মপ্রত্যাশীরা।

বাংলাদেশ মিশনের তথ্যানুসারে, স্কিল ভিসায় সনদ জালিয়াতি ঠেকাতে তিন মাস আগে চালু করা হয়েছিল বারকোড ব্যবস্থা। তবে অল্প সময়ের মধ্যেই সেটিও জাল করে ফেলার অভিযোগ উঠেছে। এ কারণে ইউএই সরকারের পক্ষ থেকে নিয়মিত অভিযোগ আসছে। রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশিদের মানসিকতা না বদলালে ভিসা সংকট নিরসন সম্ভব নয়।

আবুধাবি বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “গত সাত মাস ধরে ভিসা ইস্যুতে চেষ্টা চালিয়েও কোনো অগ্রগতি হয়নি।কবে হবে সেটিও অনিশ্চিত। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, তবে বিষয়টি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। ”

 

জনশক্তি বিশেষজ্ঞদের মতে, ভিসা পরিবর্তনের জটিলতা দ্রুত সমাধান না হলে অনেক বাংলাদেশি কর্মীকে দেশে ফিরে যেতে হতে পারে। অনেকেই জানেন না, ভিসা বাতিল হলে কী পদক্ষেপ নিতে হবে। এতে প্রবাসীদের মানসিক চাপ বাড়ছে। বিশেষ করে বর্তমানে যারা আমিরাতে অবস্থান করছেন, তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

বাংলাদেশি প্রবাসী সংগঠকরা মনে করেন, এ অচলাবস্থা কাটাতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি প্রবাসীদেরও ভিসা নীতিমালা মেনে চলা জরুরি। নইলে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজারে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুন

সর্বশেষ