এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে উপজেলার প্রধান সড়কের অবৈধ ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে দীর্ঘদিনের দখলকৃত ফুটপাত ও সড়কের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এবং বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। এছাড়াও অভিযানে পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সহায়তা প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার প্রধান সড়ক ও এর আশপাশের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট, ভাসমান হকার ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এর ফলে সড়ক সংকুচিত হয়ে নিত্যদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। জনদুর্ভোগ লাঘবে এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয় এবং দখলদারদের ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
প্রশাসনের এই তড়িৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে সড়কটি দখলমুক্ত রাখা হলে বোয়ালখালীবাসী দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাবে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন
যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে











