এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিক্ষোভকারীরা আল্লাহর শত্রু, শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড হুঁশিয়ারি খামেনির।তিনি বলেন দেশের সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীরা হলেন-মোহারেব
বা আল্লাহর শত্রু। মোহারেবদের শাস্তি মৃত্যুদণ্ড।ইরান সরকার বিরোধী বিক্ষোভ এখন ছড়াচ্ছে শহর ছেড়ে বাইরে। তার উপরে তৈরি হয়েছে মার্কিন আক্রমণের আশঙ্কা। বিক্ষোভকারীরা এখন এতটাই বেপরোয়া যে তারা দেশের ধর্মী নেতা আয়াতোল্লা আলি খোমেইনির গর্দান চাইছেন। মেয়েরা খোমেইনির ছবি জ্বালিয়ে তাতে সিগারেট ধরাচ্ছেন,এমনই সংবাদ পাওয়া গেছে।


ইরানে ব্যাপক বিক্ষোভে ও সহিংসতায়- হাসপাতালে লাশের স্তুপ। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।বিভিন্ন প্রদেশের বিক্ষোভ এখন ইরানের শতাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।হতাহতদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
তেহরানের একটি হাসপাতালের একজন চিকিৎসক বলেন-অনেক তরুণের মাথায় এবং বুকে সরাসরি গুলি লেগেছে।তেহরানের আরেকটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, শরীরে গুলি এবং রাবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা।
এদিকে, ইরানে সহিংস পদ্ধতিতে বিক্ষােভ দমনের জবাব সামরিক হামলার মাধ্যমে দেয়া হবে বলে পুনরায় হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।


ইরান অভিযােগ করেছে, দেশটির শান্তিপূর্ণ বিক্ষােভকে ‘সহিংস নাশকতামূলক কর্মকাণ্ড এবং ব্যাপক ভাঙচুর’ এর রূপ দিয়েছে যুক্তরাষ্ট্র।ইরানের অভিযােগের জবাবে যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ইরানের মানুষ এখন স্বাধীনতা চায়। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পুরােপুরি প্রস্তুত।








