এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়াল জেনারেল (অব:) ড. সাখাওয়াত হোসেন বলেছেন, ফেরিঘাট নিয়ে অনেকেই রাজনীতি করে। অতীতে এ দ্বীপের মতো অনেক স্থানে রাজনৈতিক লোকজনের কারণেই কিন্তু ফেরিঘাট চালুর ব্যবস্থা করা যায়নি। অনেকেই এ সমস্ত ঘাট দিয়ে আয় করছেন।

যেমন হাতিয়া ও সন্দ্বীপ উপজেলায় কয়েক দশকেও ফেরী ঘাটের ব্যবস্থা করা হয়নি। বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি কাজ শুধু ফেরীঘাট করা। এছাড়া তাদের আর কোন কাজ নেই। কিন্তু, রাজনীতির লোকেরা এসব ফেরিঘাট ও বন্দর করতে দেয় না। এ অন্তর্বর্তী সরকারের সময়ে অন্তত কিছুটা হলেও ব্যবস্থা করা হচ্ছে। এসময় ফেরিঘাট নিয়ে রাজনীতি না করার জন্য রাজনৈতিক নেতাদের কাছে আহবান করেন তিনি।
রবিবার দুপুরে কুতুবদিয়া – মগনামার নৌপথে সী-ট্রাক উদ্বোধন অনুষ্ঠানে তিনি গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, টেকসই উন্নয়ন প্রত্যন্ত অঞ্চল থেকেই হতে হবে। যদি প্রত্যন্ত অঞ্চলের মানুষ উন্নয়নের সুযোগ সুবিধা ভোগ করতে না পারে। তাহলে দেশে উন্নয়ন হয়েছে বলে মনে হয় না। এদিকে, কুতুবদিয়ার মানুষের প্রত্যাশা অনুযায়ী সী-ট্রাকের উদ্বোধনীর মাধ্যমে কিছুটা হলেও পূরণ করছেন বলে আশাব্যক্ত করেন নৌপরিবহন উপদেষ্টা।
সী-ট্রাক উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নার চৌধুরী, উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ( বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) এ.কে এ এম ফজলুল হক, যুগ্ম সচিব ও সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী (পুর) এ এইচ মো. ফরহাদ উজ্জামান, নৌসংরক্ষন ও পরিচালনের পরিচালক ক্যাপ্টেন মো. শাহজাহান,

প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) মো. ছাইদুর রহমান, প্রকৌশল বিভাগের তত্ত্ববধায়ক প্রকৌশলী এ এস এম আশরাফুজ্জামান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বাণিজ্যিক পরিচালক এস. এম আশিকুজ্জামান, কারিগরি পরিচালক ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহবুব আলম মাহবুবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।










