এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনী জনসভা শেষ হওয়ার পর পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমে পড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর পরিচ্ছন্ন কর্মীরা। সমাবেশের মাঠসহ কদমতলী থেকে টাইগারপাস পর্যন্ত এলাকায় সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়। রোববার দুপুর ২টার পর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, পলোগ্রাউন্ড মাঠে জনসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীরা রাতের আলোয় মাঠ ও আশেপাশের রাস্তায় কাজ করতে শুরু করেন। হাতে ঝাড়ু ও ময়লার ভ্যান নিয়ে তারা মাঠের চারপাশে ছড়িয়ে পড়েন। কোথাও জমে থাকা পানির বোতল, খাবারের প্যাকেট ও কাগজপত্র একত্র করা হচ্ছে, আবার কোথাও ময়লার স্তূপ তুলে ময়লার ভ্যানে তোলা হয়।
কদমতলী থেকে টাইগারপাস সড়কজুড়ে ফুটপাত ও রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা দ্রুত সরানো হয়, যাতে যান চলাচলে কোনো বাধা না থাকে। নিরবচ্ছিন্নভাবে কাজ করা কর্মীদের তৎপরতায় ধীরে ধীরে পুরো এলাকা পরিচ্ছন্ন হয়ে উঠে।

চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা জানান, পরিচ্ছন্নতা কর্মী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে একাধিক টিম মাঠে নামে। প্রথমে সড়ক থেকে প্লাস্টিক, কাগজ, পানির বোতলসহ জমে থাকা বর্জ্য সংগ্রহ করে তা অপসারণ করা হয়।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও এই কার্যক্রমের তথ্য তুলে ধরে ফেসবুক পেজ থেকে লাইভ করেন। সেখানে দেখা যায়, পরিচ্ছন্নতা কর্মীরা নগরবাসীর ভোগান্তি কমাতে এবং শহরের সৌন্দর্য বজায় রাখতে পরিচ্ছন্নতা নিশ্চিত করেন।











