আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

সম্মান বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়

আগেই সিরিজ জিতে যাওয়ায় রশিদ খানকে বিশ্রামে রেখেছে আফগানিস্তান। এছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাদের জায়গায় দলে এসেছেন আব্দুল রহমান ও জিয়া আকবর।

অন্যদিকে বাংলাদেশ দলে তিন পরিবর্তন এনেছে। দ্বিতীয় ওয়ানডেতে থাকা এবাদত হোসেন ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই। পেশির ইনজুরিতে দুই সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে এই পেসারের। সেই মোতাবেক শেষ ওয়ানডের পাশাপাশি তার খেলা হবে না টি-টোয়েন্টি সিরিজেও। অন্য দুই পেসার হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানও নেই আজ। দলে এসেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

৯ বছর পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হারলেই প্রথমবারের মতো এই নতুন ক্রিকেটশক্তির কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়তে হবে টাইগারদের।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর ঘরের মাঠে টানা ৭টি সিরিজ জেতে বাংলাদেশ। এই ধারায় ছেদ পড়ে ২০২৩ সালে সেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারেই। আর ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতি তো ভুলতেই বসেছে টাইগাররা। স্মৃতি হাতড়ে ফিরে যেতে হচ্ছে ৯ বছর আগে। ২০১৪ সালে ঘরের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে শেষবার হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

২০১১ সালের পর ঘরের মাঠে এই এক সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। অথচ তার আগের এক যুগে ওয়ানডেতে ঘরের মাঠে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ১১ বার। আর ঘরে-বাইরে সব মিলিয়ে হিসেব করলে সংখ্যাটা দাঁড়ায় ৩১ বার! ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে বেশি হোয়াইটওয়াশ হওয়া একমাত্র দলটি জিম্বাবুয়ে। এখন পর্যন্ত ৪১ বার হোয়াইটওয়াশ হয়েছে তারা।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর ও আব্দুল রহমান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি আন্ত ক্রিকেট টি 10 টুর্নামেন্ট সম্পন্ন


চট্টগ্রামের সাগরিকায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি আয়োজিত আন্ত ক্রিকেট টি 10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জাহিদুল করিম কচি।বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আনোয়ার হোসেন মিজান ও আবু ইউসুফ শামীম।

আরও উপস্থিত ছিলেন, ফেরদৌস আলম, শহিদুল ইসলাম সমু, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, ইমতিয়াজ আলম, স্পোর্টস একাডেমীর পরিচালক মমিন খন্দকার, সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, আলী হায়দার ছোটন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান তানভীর আহমেদ।

রাণীশংকৈলে দি-সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রিড়ার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দি-সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শনিবার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রধান মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   ব্রাহ্মণ বাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি বিএনপির সভাপতি আতাউর রহমান, সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল ডিগ্রি কলেজ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, অভিভাবক রফিকুল ইসলামসহ আরো অনেকে। পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ