এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দায় বাস চাপায় সোহেল খান (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কান্দি নামক স্থানে দ্রুতগামী একটি পরিবহন বাসের চাপায় ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। সোহেল উপজেলার বড় নাওডুবি গ্রামের জাফর খানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে ঘাতক বাসকে আটক করতে পারেনি পুলিশ।

অপরদিকে বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ সংলগ্ন দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।



চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কনটেইনার স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। একইভাবে পরদিন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। রোববার বিকেল ৫টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। 










