
সমাজ পরিবর্তনে সর্বস্তরে আল্লাহভীরু চরিত্রবান
সৎ যোগ্য লোকের নেতৃত্ব কায়েম করতে হবে
চট্টগ্রাম, ১২ ডিসেম্বর ২০২৪বাংলাদেশ জামায়াতে ইসলামীর চকবাজার থানা আমীর বলেছেন, সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তায়ালার দাসত্ব ও রাসূলের (সা.) আনুগত্য করতে হবে। ইসলাম গ্রহণকারী ও ঈমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করে খাঁটি ও পূর্ণ মুসলিম হতে হবে। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করতে হবে এবং সমাজ হতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটাতে হবে।
চকবাজার স্থানীয় এক মিলনায়তনে চকবাজার পূর্ব সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গতকাল বুধবার রাত ৮ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার ওয়ার্ড পূর্বের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল্লাহ থানা দাওয়া ও পাঠাগার সম্পাদক সেলিম উদ্দিন ও চকবাজার উত্তরের সভাপতি হাফেজ আব্দুল্লাহ।
থানা আমীর, আহমদ খালেদুল আনোয়ার আরও বলেন, বাংলাদেশের সকল নাগরিকের নিকট ইসলামের প্রকৃত রূপ বিশ্লেষণ করে চিন্তার বিশুদ্ধিকরণ ও বিকাশ সাধনের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ ও ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভ‚তি জাগ্রত করার প্রচেষ্টা চালাতে হবে। ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করার সংগ্রামে আগ্রহী সৎ ব্যক্তিদেরকে সংগঠিত করা। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সাংস্কৃতিক পরিবর্তন সাধন এবং দুঃস্থ মানবতার সেবা করতে হবে। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে আল্লাহভীরু, চরিত্রবান, সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করা।
বিশেষ অতিথির বক্তব্যে থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী বলেন, আপনাদের উপর অর্পিত দ্বীনি আন্দোলনের এই বিশাল আমানতের খেয়ানত যেন না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সবসময় মনে রাখতে হবে, আমাদের সকলকেই এ দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দায়িত্ব পালনে অবহেলার কারণে কাল কিয়ামতে যেন কাঠগড়ায় দাঁড়াতে না হয় যে ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চাই। দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়ার সুযোগ নেই। তাই দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে এ দায়িত্বকেই পরকালের নাজাতের উছিলা হিসেবে পরিণত করার চেষ্টা করতে হবে।













