আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান আইওয়াইসিএম’র প্রেসিডেন্ট নির্বাচিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র ২০২৫ সেবাবর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আইকনিক ভলান্টিয়ার লিডার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান।

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম এর সদর দপ্তর হতে লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান এর নাম ঘোষনা করা হয়।
লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা সভাপতি (২০১৫-২০১৬) ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক পুরুষ বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সিপাহ সালার রাঙ্গুনীয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আযম

আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর নাতি ও উনার যোগ্যতম উত্তরসূরী পীরে তরিকত মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলীশাহ (রহঃ) ও মাহবুবা সুলতানার কনিষ্ঠ সন্তান । বর্ণাঢ্য সেচ্ছাসেবী ক্যারিয়ারের অধিকারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান চট্টগ্রাম কলেজ থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া হতে কামিল ডিগ্রী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট হতে পিজিডিএইচআরএম ডিগ্রী অর্জন করেন।

লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৪ সালে লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের লিও অব দ্যা ইয়ার এ ভূষিত হন । বাংলাদেশের প্রথম দিককার কমিউনিটি বেইজ ব্লাড ডোনেশেন ও ডোনার তৈরির অন্যতম ব্লাড ডোনেশন অর্গানাইজার হিসেবে ২০০৮ ও ২০০৯ সালে পরপর দুইবার আর্ন্তজাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি IFRCS কর্তৃক বেস্ট ব্লাড অর্গানাইজার এ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৯ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের যুব দূত বা ইয়্যুথ এ্যামবেসডর হিসেবে ২০০৬ সালে ভারতের রিপাবলিক ডে ক্যাম্পে অংশগ্রহন করেন।
লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্থায়ী প্রকল্প হযরত শাহ জিল্লুর রহমান (র.) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার ও মাহবুবা সুলতানা লায়ন্স সেলাই প্রশিক্ষনন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী । এছাড়াও তিনি আন্তর্জাতিক দুর্যোগ নেটওয়ার্ক (আইডিআরএন),চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন, আরসিওয়াই এলামনাই এসোসিয়েশন, ধরীত্রি রক্ষায় আমরা (ধরা), রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি,চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন, বাংলাদেশ এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন, দুর্বার, কর্ণফুলী রেজিমেন্ট এক্স ক্যাডেট এ্যাসোসিয়শনের আজীবন সদস্য হিসেবে জড়িত আছেন।

ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের প্রাক্তন আঞ্চলিক সমন্বয়কারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান পেশাগত জীবনে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, কোডেক, মমতা, যুগান্তর, সংশপ্তক,ব্লাস্ট, নওজোয়ান সহ বিভিন্ন সংস্থায় কর্মরত ছিলেন ।
সম্প্রতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উদীয়মান বাংলাদেশের জুরিবোর্ড কর্তৃক মাদার তেরেসা সম্মাননা-২০২৩ এ ভূষিত হন।
বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও বেতাগী

আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) শাহজাদা লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানকে আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নাসিবের সংস্কার কমিটি গঠন, আহবায়ক মির্জা মাসুদ

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মির্জা মাসুদুর রহমানকে আহবায়ক করে ৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ৬ মার্চ নতুন কমিটির অনুমোদনপত্রে  স্বাক্ষর করেছেন নাসিবের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রিফাত খান। নাসিবকে পুনর্গঠনের অংশ হিসাবে এ সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে। 

সাত সদস্যের সংস্কার কমিটির অন্য সদস্যরা হলেন, কে এম জহির ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. রুস্তম আলী, এএসএম আবদুল গাফ্ফার মিয়াজী, খলিলুজ জামান এবং কে এম তৌহিদুল ইসলাম বাবু।

নতুন কমিটি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের উন্নয়নে ভূমিকা রাখবে এবং এ শিল্পের উন্নয়নে নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

গনতান্ত্রিক যুবদল ও সেচ্ছাসেবকদলের উদ্যোগে ইফতার বিতরণ।

চট্টগ্রাম মহানগর এলডিপির সহযোগী সংগঠন গনতান্ত্রিক যুবদল ও গনতান্ত্রিক সেচ্ছাসেবকদলের উদ্যোগে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর রিয়াজুদ্দিন বাজারে রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর এলডিপির সিনিয়র সদস্য নুরুল আসগর চৌধুরী। সেচ্ছাসেবক দলের সভাপতি বি এম সায়েদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,কোতোয়ালি থানা এলডিপির সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন, খুলশী থানার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মহানগর গনতান্ত্রিক যুবদলের সভাপতি আজহারুল ইসলাম অপু। প্রধান অতিথি বলেন, ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম বিদ্রোহকারী সম্মুখযোদ্ধা, সাবেক মন্ত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ।
রাষ্ট্রের প্রয়োজনে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার বহিঃপ্রকাশ দেখতে দেশের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন। সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রানা,যুবদলের তৈয়ব,আবুল কালাম,ইউসুফ, মোরশেদ,মারুফ, সেচ্ছাসেবক দলের শাহাবুদ্দিন, শারুক প্রমুখ। সংক্ষিপ্ত আয়োজনে ২শতাধিক রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ