
বিপাকে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন; বিজ্ঞাপনের মুখ হয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা গুনতে হবে তাকে।
জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ‘ফ্লিপকার্ট’ এর জন্য বিগ বিলিয়ন ডে সেলের বিজ্ঞাপনের জেরেই আইনি জটিলতায় জড়িয়েছেন অমিতাভ।

অভিনেতার বিরুদ্ধে বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ঠুকে দিয়েছে ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস’। তারা ১০ লাখ রুপি জরিমানাও চেয়েছে।
‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’ এর পক্ষ থেকে ‘সেন্ট্রাল কনসিউমার প্রোটেকশন অথরিটি’তে বিজ্ঞাপনটিকে পুরোপুরি বিভ্রান্তিকর অভিযোগ এনে তা তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে। সংগঠনটির দাবি, এতে দেশের খুচরা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

এমনকি ওই বিজ্ঞাপনের জন্য ফ্লিপকার্ট-এর বিরুদ্ধে পেনাল্টিও ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট শপিং সাইটে একটা ইমেলের মাধ্যমে এই অভিযোগ আনা হয়। অমিতাভ এই বিষয়ে এখনও মুখ খোলেননি।