আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

নাম থেকে ‘খান’ বাদ দেয়ার কারণ জানালেন মিথিলা

বিনোদন ডেস্ক:

 

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। যাকে মিথিলা নামেই দেশের মানুষ বেশি চেনেন। কিন্তু, এই অভিনেত্রীর নামের মাঝে ‘খান’ রয়েছে। যেটা তিনি নিজ নাম থেকে বাদ দিয়েছেন। তবে কেন এমনটা করেছেন কলকাতার স্বনামধন্য পরিচকালক সৃজিতের স্ত্রী? এক সাক্ষাৎকারে সেই কারণটাই জানিয়েছেন তিনি।

মিথিলার ভাষায়- হ্যাঁ, আমার নামে ‘খান’ আছে, তবে সেটা ব্যবহার করি না। আসলে আমার আব্বু আর দাদার নামে খান আছে। এত বড় নাম রাখলে খুব লম্বা হয়ে যেত ব্যাপারটা। তাই এসএসসি রেজিস্ট্রেশনের সময় খান শব্দটা বাদ দিয়েছি।

মিথিলা বিয়ে করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানকে। অনেকেই মনে করেন, তাদের বিচ্ছেদের পরেই নাম থেকে খান বাদ দিয়েছেন অভিনেত্রী। কিন্তু তেমনটা নয়, মিথিলার কথায়- নাম থেকে ‘খান’ বাদ পড়েছে তাহসানকে বিয়ের আগেই

এত বড় নাম থেকে নিজের নাম ছোট তো করলেন, কিন্তু অভিনেত্রীর এই নামটা কে রেখেছিলেন?

মিথিলা বলেন, রাফিয়াত রশিদ নামটা আমার দাদু রেখেছিলেন এবং মিথিলা নামটা আমার আম্মু রেখেছিলেন। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে আব্বু-আম্মু দুজনেই প্রতিদিন বাড়ির কাজ করেন। আমার মা স্কুলে পড়ান। তাই তিনি বের হয়ে যাওয়ার পর পরিবারের সব প্রয়োজন বাবাই দেখেন। আয়রার টিফিন গুছিয়ে দেওয়া, জামাকাপড় ইস্ত্রি করে দেওয়া সবটাই নিজ হাতে করেন।

সম্প্রতি পূজায় দেশে ফিরেছেন মিথিলা। এসময় স্বামী সৃজিতকেও তার সঙ্গে দেখা গেছে। খুব শীঘ্রই আবারও কলকাতায় উড়াল দেবে এই জুটি। সেখানেই তাদের অধিকাংশ ব্যস্ততা

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী দিবস পালন।

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।সংস্থার অস্থায়ী কার্যালয়ে “বিশ্ব নারী দিবস ২০২৫” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি হেলেনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিহা আফরোজ সুরাইয়ার সঞ্চালনায় আত্মোপলব্ধি এবং স্ব স্ব অবস্থান থেকে নারীদের অবদান নিয়ে আলোচনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এ ছাড়াও সংস্থার সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক, মুর্শিদা রহমান মুনিয়া, সাংগঠনিক সম্পাদক, সম্পা আক্তার, সদস্য রুমা রহমান, সদস্য মোঃ মোফাজ্জল হোসেন সানী, সদস্য মোঃ রাকিব হোসেন, সদস্য পারভীন আক্তার, নাহিদ সুলতানা, তানজিনা শারমিন চৌধুরী, শিউলী আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কে তাদের নিজেদের সচেতন হতে হবে। বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তা থাকলে একজন নারী সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। আধুনিক বিশ্বে নারীরা কর্মক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জন করতে পেরেছে। নিজ অবস্থানে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হলেই নারীরা তাদের অধিকার আদায়ে সফল হওয়া সম্ভব।

বক্তারা আরও বলেন, সমাজ ও দেশের জন্য নারীরা অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারী সমাজ। তারা নিজ কর্মে বলিষ্ঠ ভূমিকা পালন করে সুনাম অর্জন করে যাচ্ছেন। আলোচনা শেষে সকলের অংশগ্রহনে ইফতার করা হয়।

নেত্রকোনায় নারী শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলায় নারী শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী( সোমবার) পূর্বধলা উপজেলার রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ রাবেয়া আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ানা কবীর, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূর্বধলা সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক মো. ইকবাল হোসেন খান, রাবেয়া আলী ডিগ্রী কলেজের অধ্যাপক ফিরোজ আহমদ, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, ধারা দাখিল মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান খান প্রমূখ।

এসময় সভায় বক্তারা উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ মরহুম ডাক্তার মোহাম্মদ আলী সাহেবকে স্মরণ করে বিভিন্ন বক্তব্য রাখেন। নারী শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে।

এ সময় প্রধান অতিথি বলেন, নারী শিক্ষার মান উন্নয়নে আপনাদের পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আশা করি সব সময় সহযোগিতা করবেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সাংবাদিক আলোচনায় অংশ নেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ