আজঃ বুধবার ২৫ জুন, ২০২৫

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগর কমিটির সভা গত শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলার’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু’র সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, চন্দন পাল, মহানগর কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক মন্ডলির সদস্য পার্থ প্রতিম নাহা, ইসরাত সুলতানা সুইটি, প্রীতম দাশ, জয়ন্ত রাহা, সদস্য জনার্দন বনিক, অমিত হোড়, প্রকাশ রুদ্র, সাজ্জাদ হোসেন, নিউটন দত্ত, জুলফিকাল আলী মুন্না, লিটন শীল, রবিশংকর সেন ও রাশেদুল ইসলাম বাবু।
সভায় বক্তারা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) কর্তৃক ‘খেলাঘর’ সংগঠনকে ‘ইয়ুথ এওয়ার্ড ২০২৩’ প্রদান করায় সিআরআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ পুরষ্কার প্রাপ্তিতে খেলাঘর’র শিশু-কিশোর আন্দোলন আরো গতিশীল হবে বলে মন্তব্য করেন। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর শিশু-কিশোর আন্দোলনে ও শিশুদের মানস গঠনে ভূমিকা রাখার জন্য ঈবহঃৎব ভড়ৎ জবংবধৎপয ধহফ ওহভড়ৎসধঃরড়হ (ঈজও) খেলাঘরকে ‘জয়বাংলা’ ণড়ঁঃয অধিৎফ অধিৎফ ২০২৩ (চধঃযভরহফবৎ) বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ঈজও এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় এ অ্যাওয়ার্ড প্রদান করেন এবং অ্যাওয়ার্ড গ্রহণ করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটি চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম এবং বোন তিয়ানা। এ অর্জনকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে আনন্দর‌্যালি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল আটটায় কেন্দ্রীয় শহীদ মিনাওে শ্রদ্ধা নিবেদন ও সন্ধ্যা ৬টায় মহানগর কার্যালয়ের সামনে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা খেলাঘরের সাংগাঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের নভেম্বরের মধ্যে মহানগরের আওতাধীন সকল শাখা আসরের কার্যকরী কমিটির সভা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সিআরএফ পেল নতুন কমিটিতে সভাপতি কাজী মনসুর, সম্পাদক মুরাদ ‎।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী আবুল মনসুর (উপসম্পাদক – প্রতিদিনের সংবাদ) ও সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম মাওলা মুরাদ (ব্যুরো প্রধান-বৈশাখী টিভি)। ‎‎শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে সিআরএফের বিশেষ সাধারণ সভায় উপ¯ি’ত সদস্যের প্রত্যক্ষ সমর্থনে আগামী ৩ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।‎ ‎কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন আলীউর রহমান (নির্বাহী

সম্পাদক-পূর্ববার্তা), সহ-সভাপতি হাসান মুকুল (ব্যুরো প্রধান- দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী (সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার-মানবকন্ঠ), অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী (সিনিয়র রিপোর্টার-দৈনিক পূর্বদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ (স্টাফ রিপোর্টার- এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ (বিশেষ প্রতিনিধি-সিএইচডি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম সরোজ (বার্তা সম্পাদক-চাটগাঁ নিউজ), দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ (ডেপুটি ব্যুরো প্রধান-আজকালের খবর), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন (স্টাফ রিপোর্টার- বাংলা টিভি)। ‎

‎এছাড়া সংগঠনের ৪ জন নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন। তারা হলেন — কামরুল হুদা (সম্পাদক-নিউজ গার্ডেন), সজল কান্তি চৌধুরী (বিশেষ প্রতিনিধি-কমার্শিয়াল টাইমস), মোহন মিন্টু (সম্পাদক – খাস খবর নিউজ) ও মুজাহিদুল ইসলাম ( নির্বাহী সম্পাদক- দৈনিক সমর)। ‎বিশেষ এই সাধারণ সভায় কাজী মনসুর বলেন, সিআরএফ পেশাদার সাংবাদিকদের প্রিয় সংগঠন। এই সংগঠন নিয়ে শুরুতে যারা স্বপ্ন দেখেছেন এবং যারা ভবিষ্যত নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের নিয়েই এগিয়ে যেতে চাই।‎‎তিনি আরও বলেন, আগামী ৩ বছরে এই কমিটি সাংবাদিকদের জীবনমান উন্নয়নে হাউজিং প্রকল্প, পেশাগত প্রশিক্ষণসহ একগু”ছ পরিকল্পনা সবার সহযোগিতায় বাস্তবায়ন করবে।

‎সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, সদস্য এস এম পিন্টু। ‎সিআরএফের সাধারণ সভা ও কমিটি গঠন শেষে নবগঠিত কমিটি ও সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচির সাথে সৌজন্য সাক্ষাত করেন। জাহেদুল করিম ফুল দিয়ে নবগঠিত কমিটিকে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ উত্তর জেলা কমিটির আহবায়ক তাহের, সদস্য সচিব সাঈদ।

জিয়াউর রহমান সমাজকল্যান পরিষদ (জিসপ) চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জিয়াউর রহমান সমাজকল্যান পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম. গিয়াস উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক এড. মো. কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খলিল উল্যাহ্ চৌধুরী সাকিব চট্টগ্রাম উত্তর জেলা মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক কমিটি বিলুপ্ত করে ২১ সদস্য কমিটি অনুমোদন দেন।এতে লায়ন তাহের আহমেদকে আহবায়ক ও মোহাম্মদ আবু সাইদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে অন্যান্য পদে রয়েছেন, যুগ্ম আহবায়ক পদে এ্যাডভোকেট সরওয়ার হোসেন, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, এ্যাডভোকেট ইউসুফ আলম, মোহাম্মদ দিলদার হায়াত খান, লায়ন আমজান হোসেন, লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, ইঞ্জিনিয়ার নেওয়াজ শরীফ, দিদারুল আলম মুরাদ। সদস্য পদে রয়েছেন, মোহাম্মদ ওমর শরিফ, নিজাম উদ্দিন, সোহেল উদ্দিন রকি, জিয়া উদ্দিন ফরহাদ, তৌহিদ বিন কাদের, মোহাম্মদ জসিম উদ্দিন, মো. মুসা মিয়া, জাহেদুর রহমান, ক্যাপ্টেন শহিদুল ইসলাম, মো. সেলিম উদ্দিন, আবু সাদাত মো. সায়েম।

চিঠিতে উল্লেখ রয়েছে, গত ২৩ এপ্রিল জিয়াউর রহমান সমাজকল্যান পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নীতি নির্ধারণী সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম উত্তর জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত এবং চলমান আন্দোলন সংগ্রামে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ পদ বঞ্চিত কর্মঠ ও ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ