
জেলা তথ্য অফিস, পঞ্চগড় এর ব্যবস্থাপনায় “শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম“ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদ এর বাড়ীর উঠানে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বাল্য বিয়ে, শিশু ও নারীর অধিকার, ডেঙ্গু প্রতিরোধ, গুজব, নারী ও শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুকে মাতৃদুগ্ধদান, শিশুর যথাযথ বিকাশ, সাম্প্রদায়িকতা, জন্মনিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসহ, পানিতে ডুবে শিশু মৃত্যু পতিরোধ, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, ইভটিজিং ও পরিস্কার পরিছন্নতা ইত্যাদি বিষয়ের উপর ভিডিও কলে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার ও সমন্বয়) জনাব হাছিনা আক্তার । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মো: হায়দার আলী, তথ্য অফিসার(রু:দা:),জেলা তথ্য অফিস, পঞ্চগড়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোছা: রাবেয়া খাতুন, সংরক্ষিত ইউপি সদস্য, তোড়িয়া ইউপি, আটোয়ারী, পঞ্চগড়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ কমিউনিটি সংলাপে প্রায় ১০০ জন নারী, পুরুষ অংশগ্রহণ করেন ।