
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল-টি-২০) ২০২৪ ক্রিকেট খেলা উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। অদ্য ১ ফেব্রুয়ারি, ২০২৪ নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল-টি-২০)-২০২৪ ক্রিকেট খেলা উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। সভায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের আসন্ন চট্টগ্রাম সফর এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল- টি২০)-২০২৪ ক্রিকেট খেলা উপলক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে জাতীয় দলের খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়।সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন